বুধবার, জুলাই ৯, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন ৫ মার্চ থেকে

আগামী মার্চ-এপ্রিলে ষষ্ঠ টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে বসছে। টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় প্রতিযোগিতায় বাংলাদেশকে কঠিন পরীক্ষাই দিতে হবে। সরাসরি মূল পর্বে নয়, আগে বাছাইপর্বে খেলতে হবে মাশরাফি-সাকিবদের। ৯ থেকে ১৩ মার্চ বাছাই পর্বের তিনটি ম্যাচ খেলতে হবে তাঁদের।

অবশ্য তার আগেই বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু হয়ে যাবে। ৫ মার্চ ধর্মশালায় হংকংয়ের বিপক্ষে একটি প্রস্তুতি খেলবে। হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় এই ম্যাচ শুরু হবে। অবশ্য গত বছর ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে এই হংকংয়ের কাছে হেরেছিল বাংলাদেশ।

তবে বাংলাদেশ এশিয়া কাপের ফাইনালে উঠতে পারলে প্রস্তুতি ম্যাচের তারিখে পরিবর্তন আসতে পারে। কারণ এশিয়া কাপের ফাইনাল হবে ৬ মার্চ।

আর বাছাইপর্বের ‘এ’ গ্রুপে বাংলাদেশের তিন সঙ্গী নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড ও ওমান। অন্যদিকে ‘বি’ গ্রুপের চারটি দল জিম্বাবুয়ে, আফগানিস্তান, হংকং ও স্কটল্যান্ড। দুই গ্রুপ চ্যাম্পিয়ন মূল পর্বে খেলার সুযোগ পাবে। বাছাইপর্বের ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন দল খেলবে মূল পর্বের ‘বি’ গ্রুপে। আর ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন মূল পর্বের ‘এ’ গ্রুপে অংশ নেওয়ার সুযোগ পাবে।

বাছাইপর্বে ৯ মার্চ বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ নেদারল্যান্ডস। ১১ মার্চ দ্বিতীয় ম্যাচ খেলবে আয়ারল্যান্ডের সঙ্গে। বাছাইপর্বের শেষ ম্যাচে মাশরাফিদের প্রতিপক্ষ ওমান। ১৩ মার্চ হবে ম্যাচটি। বাংলাদেশের সব ম্যাচই হবে ধর্মশালায়। হিমাচল প্রদেশের এই শহরটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দেড় হাজার মিটার উঁচুতে।

বাছাইপর্ব পেরোতে পারলে বাংলাদেশকে খেলতে হবে স্বাগতিক ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সঙ্গে। মূল পর্বের অন্য গ্রুপে আছে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।

মূল পর্ব শুরু হবে ১৫ মার্চ থেকে। পুরুষ ও নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ চলবে একই সঙ্গে। দুটো ফাইনালও হবে একই দিনে, ৩ এপ্রিল। দুটো ম্যাচেরই ভেন্যু কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেনস।

মূল পর্বে উঠতে পারলে বাংলাদেশে চলে যাবে কলকাতায়। ইডেন গার্ডেনসে ১৬ মার্চ পাকিস্তানের বিপক্ষে সম্ভাব্য ম্যাচ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায়। ২১ মার্চে অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচ হবে বেঙ্গালুরুতে। এটি শুরু হবে রাত ৮টায়। ২৩ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচটিও হবে বেঙ্গালুরুতে। এই ম্যাচটিও রাত ৮টায় শুরু হবে। ২৬ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি হবে আবার ইডেন গার্ডেনসে। এই ম্যাচটি শুরু বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায়।

এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল

বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
  • আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
  • কিস্তিতে খেলোয়াড়দের বকেয়া শোধ করবে ‘দুর্বার রাজশাহী’
  • টানা ৮ ম্যাচ জেতার পরও এলিমিনেটরে হেরে রংপুরের বিদায়
  • বড় জয়ে সেরা আটে থাকার আশা বাঁচিয়ে রাখল রিয়াল
  • নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
  • প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
  • নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকির পর এবার বয়কটের ডাক
  • বাংলাদেশ-ভারত সিরিজে থাকবেন তামিম!