শনিবার, জুলাই ৫, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বাংলাদেশের তৃতীয় উইকেটের পতন

তৃতীয় ব্যাটসম্যান হিসেব আউট হয়েছেন মাহমুদউল্লাহ।

সিরিজের প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডের দেওয়া ৩১০ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর: ২৩ ওভার শেষে বাংলাদেশ ১৩৫/৩।

ব্যাট করছেন ইমরুল কায়েস (৬৬) ও মুশফিকুর রহিম (১১)।

ফিরে গেছেন মাহমুদউল্লাহ (২৫), সাব্বির রহমান (১৮), তামিম ইকবাল (১৭)।

প্রস্তুতি ম্যাচে করেছিলেন দুর্দান্ত এক সেঞ্চুরি। ওয়ানডেতে ফিরে শুরুটাও দারুণ করেন ইমরুল কায়েস। বাঁহাতি ব্যাটসম্যান রানের খাতাই খোলেন ছক্কা হাঁকিয়ে। ক্রিস ওকসের করা ইনিংসের তৃতীয় বলটি দারুণ ফ্লিকে গ্যালারিতে নিয়ে ফেলেন। ওই ওভারের শেষ বলে মারেন চার। ৩১০ রান তাড়া করতে নামা বাংলাদেশ প্রথম ওভারে তোলে ১১।

ইনিংসের অষ্টম ওভারে ডেভিড উইলির তৃতীয় বলটিও ডিপ মিডউইকেটের ওপর দিয়ে আছড়ে ফেলেন ইমরুল। এই ওভারের শেষ বলে তামিম হাঁকান চার। তখন ৮ ওভারে বাংলাদেশের স্কোর বিনা উইকেটে ৪২।

বাংলাদেশ শিবিরে প্রথম আঘাত হানেন অভিষিক্ত জ্যাক বল। ইনিংসের দশম ও তার প্রথম ওভারের পঞ্চম বলে জেমস ভিন্সকে ক্যাচ দিয়ে ফেরেন তামিম ইকবাল (৩১ বলে ১৭)। উদ্বোধনী জুটিতে আসে ৪৬ রান। ওভারের শেষ বলে চার মেরে রানের খাতা খোলেন তিন নম্বরে নামা সাব্বির রহমান।

ইমরুলকে যোগ্য সঙ্গ দিয়ে দলকে ভালোই এগিয়ে নিচ্ছিলেন সাব্বির। কিন্তু বলের ওভারে উইলির দুর্দান্ত এক ক্যাচে বিদায় নিতে হয় তাকে। আগের বলেই মিডঅন দিয়ে দর্শনীয় একটি চার মেরেছিলেন। পরের বলটি তুলে মেরেছিলেন ডিপ মিডউইকেটের ওপর দিয়ে। ছক্কাই হতে পারতো। ক্যাচ ধরে বাউন্ডারির দিকে চলে যাচ্ছিলেন ফিল্ডার উইলি। তবে শেষ মুহূর্তে বল বাতাসে ভাসিয়ে বাউন্ডারি লাইনের বাইরে এক পা ফেলে আবার ভেতরে এসে ক্যাচটি ধরেন তিনি। ১১ বলে ৩ চারে ১৮ রান করেন সাব্বির।

এর আগে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুক্রবার টস জিতে ব্যাট করতে নেমে বেন স্টোকসের সেঞ্চুরি, বেন ডাকেট আর জস বাটলারের ফিফটিতে ৮ উইকেটে ৩০৯ রান করে ইংলিশরা।

১০০ বলে ৮ চার ও ৪ ছক্কায় ১০১ রান করেন ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি করা স্টোকস। ৩৮ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৬৩ রান করেন অধিনায়ক বাটলার। অভিষিক্ত ডাকেটের ব্যাট থেকে আসে ৬০ রান।

বাংলাদেশের পক্ষে মাশরাফি বিন মুর্তজা, শফিউল ইসলাম, সাকিব আল হাসান নেন ২টি করে উইকেট। মাশরাফি ১০ ওভারে রান দিয়েছেন ৫২, শফিউল ৯ ওভারে ৫৯, সাকিব ১০ ওভারে ৫৯।

এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল

বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
  • আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
  • কিস্তিতে খেলোয়াড়দের বকেয়া শোধ করবে ‘দুর্বার রাজশাহী’
  • টানা ৮ ম্যাচ জেতার পরও এলিমিনেটরে হেরে রংপুরের বিদায়
  • বড় জয়ে সেরা আটে থাকার আশা বাঁচিয়ে রাখল রিয়াল
  • নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
  • প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
  • নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকির পর এবার বয়কটের ডাক
  • বাংলাদেশ-ভারত সিরিজে থাকবেন তামিম!