‘বাংলাদেশের নাটক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রবেশ করেছে’

স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে রচিত নাটক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রবেশ করেছে।
তিনি আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে পদাতিক নাট্য সংসদের আয়োজনে ৭ থেকে ১১ এপ্রিল পাঁচ দিনব্যাপী সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব ও স্মারক সম্মাননা-২০১৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এ কথা বলেন।
সংবাদের বার্তা সম্পাদক কাজী রফিকের সঞ্চালনায় এবং পদাতিক নাট্য সংসদের সভাপতি সৈয়দ তাসনিম হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি আক্তারুজ্জামান, নাট্যকার মামুনুর রশিদ, নাট্যকার আতাউর রহমান, ম হামিদ, সৈয়দ ইশতিয়াক হোসাইন টিটো প্রমুখ বক্তৃতা করেন।
স্পিকার বলেন, নাটক সমাজের দর্পণ। একটি সমাজ মূল্যায়ন করা হয় ওই সমাজের সাহিত্য শিল্প-কলা, নাটক, পথ-নাটক, সঙ্গীত দিয়ে। নাটক সমাজের কথা বলে, নাটক রাষ্ট্রের কথা বলে, নাটক ইতিহাসের কথা বলে।
তিনি বলেন, স্বাধীন বাংলার অভ্যুদয়ের পূর্বে মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান স্বাধীনতা সংগ্রাম এবং যে কোন গণতান্ত্রিক আন্দোলনে নাটক, নাট্যকার, নাট্যকর্মীরা ঐতিহাসিক যে অবদান রেখে গেছেন বাংলাদেশের ইতিহাসে তা চিরভাস্বর হয়ে থাকবে। ।
স্পিকার বলেন, যে সকল ব্যক্তিবর্গ এ আয়োজনের সংগে জড়িত তারা অত্যন্ত পরিশ্রম করে এ ধরনের একটি আয়োজন সম্পন্ন করেছেন। স্পিকার তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে সৈয়দ বদরুদ্দীন হোসাইনের অবদানের প্রশংসা করেন।
পরে তিনি মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

যুদ্ধবিরতির ‘খুব কাছাকাছি’ হামাস-ইসরায়েল
ইরান-ইসরায়েলের “১২ দিনের যুদ্ধ” থেমেছে, কিন্তু ফিলিস্তিনের গাজা উপত্যকার মানুষেরবিস্তারিত পড়ুন

টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড-অর্থদণ্ড
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে আদালত চত্বরে মামলার স্বাক্ষীকে মারধর
ঝিনাইদহে আদালত চত্বরে চাঁদাবাজির মামলার স্বাক্ষীকে হত্যার হুমকি ও মারধরেরবিস্তারিত পড়ুন