বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় ইংল্যান্ড দল ও ইংলিশ মিডিয়ার সন্তোষ
বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেছে ইংল্যান্ড দল ও ইংলিশ মিডিয়া। বাংলাদেশে পৌঁছে প্রথম সংবাদ সম্মেলনে ওয়ানডে অধিনায়ক ও দলের সহকারী কোচ জানিয়েছিলেন, তারা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে খুশি এবং তাদের মনে হয়েছে ক্রিকেট খেলার জন্য এটা পৃথিবীর সেরা জায়গাগুলোর অন্যতম। আর প্রথম ওয়ানডের পর শনিবার এক প্রতিবেদনে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে সন্তোষ প্রকাশ করে টেলিগ্রাফ।
টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, ঢাকার একটি রেস্তোরায় হামলা চালিয়ে ২০ জনকে হত্যার পর বাংলাদেশে ইএসআইএল এখন টার্গেট করেছে ক্রীড়াবিদদের। আর সেখানেই সফর করছে ইংল্যান্ড ক্রিকেট দল। হলি আর্টিজানের হামলার পর সফর প্রায় বাতিলই হতে বসেছিল। নিরাপত্তা শঙ্কায় ইংল্যান্ড দলে দুজন খেলোয়াড়(অধিনায়ন ইয়ন মরগান ও অ্যালেক্স হেলস) সফর থেকে নামও প্রত্যাহার নিয়েছেন।
কিন্তু বাংলাদেশ সরকারের পূর্ণ নিরাপত্তা আশ্বাসের গত সপ্তাহে সেখানে পৌছায় ইংল্যান্ড দল। কড়া নিরাপত্তার মধ্যে কোনো রকম ঝামেলাহীনভাবে শেষ হয়েছে প্রথম ওয়ানডেও। ঢাকায় রোববারের(আজ) ম্যাচেও থাকছে একই রকম ব্যবস্থা।
নিরাপত্তা ব্যবস্থার দৃশ্য তুলে ধরে টেলিগ্রাফ লিখেছে, মাঠের বাইরের এক কিলোমিটার পর্যন্ত এলাকা নিরাপদ জোন গড়ে তোলা হয়েছে। সেখানে সমর্থকদের একাধিকবার তল্লাশী করে মাঠে প্রবেশ করা হয়। আর রাস্তা বন্ধ করে বিশেষ সশস্ত্র বাহিনী সদস্যরা টিম বাস পাহাড়া দিয়ে মাঠে নিয়ে যাচ্ছে।
আইএসের সাম্প্রতিক রিপোর্টের প্রসঙ্গ উল্লেখ করে প্রতিবেদনে আরো বলা হয়, ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের নিরাপত্তা কর্মকর্তা রিগ ডিকসন ব্রিটিশ হাইকমিশন ও বাংলাদেশ সরকারের কাছ থেকে নিরাপত্তা বিষয়ে প্রতিদিন আপডেট পাচ্ছেন। তাই আইএসআই’র হুমকির পরও ইসিবি বাংলাদেশের দেয়া নিরাপত্তা ব্যবস্থায় দারুণ সন্তুষ্ট।
ওয়ানডে সিরিজে না এলেও টেস্ট সিরিজ দেখতে ২৫-৩০ জন ইংলিশ সমর্থক বাংলাদেশে আসছেন। তাদেরও যথাযথ নিরাপত্তার আশ্বাস দিয়েছে বাংলাদেশ সরকার।
গত সপ্তাহে প্রফেশনাল ক্রিকেটারস অ্যাসোসিয়েশন বিপিএলে(বাংলাদেশ প্রিমিয়ার লিগ) খেলা নিয়ে ইংল্যান্ডের খেলোয়াড়দের যে সতর্কবার্তা দিয়েছে সে বিষয়টিও তুলে ধরেছে টেলিগ্রাফ।
পত্রিকাটি বলছে, চলতি নিরাপত্তা ব্যবস্থা দেখার পর ওয়ানডে দলের খেলোয়াড়রা বিপিএলে খেলার জন্য যথেষ্ঠ স্বাচ্ছন্দ বোধ করছেন। আগামী অনুষ্ঠিত হতে যাওয়া টুর্নামেন্টে খেলার জন্য তাদের অনেকেই থেকে যাওয়ার কথা চিন্তা করছেন। আর এ বিষয়ে ইসিবি অন্তত দুজন খেলোয়াড়ের সঙ্গে কথা বলেছে বলেও নিজস্বভাবে জেনেছে টেলিগ্রাফ।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন