বাংলাদেশের পাশে থাকার আহ্বান বিশ্ব সম্প্রদায়কে

রোহিঙ্গা সংকটের সমাধানে বাংলাদেশের পাশে থাকার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম) এবং শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান ওই দুই সংস্থার কর্মকর্তারা। তারা বলেন, এমনিতেই বাংলাদেশের জনসংখ্যা অনেক। তারপরও মানবিকতা দেখিয়ে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ। এজন্য বিশ্ব সম্প্রদায়ের উচিত রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের পাশে থাকা।
ইউএনএইচসিআর- এর সহকারী কমিশনার জর্জ ওকোথ-ওবো বলেন, প্রতিদিন ১০/২০ হাজার করে রোহিঙ্গা আসছে। জাতিসংঘ কাজ করছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত রোহিঙ্গাদের সাহায্য করা, বাংলাদেশের পাশে থাকা, মিয়ানমারকে চাপ দিয়ে হামলা, নিধন বন্ধ করা।
ওকোথ-ওবো বলেন, কেউ আশা করেনি বাংলাদেশে চার লাখ রোহিঙ্গা আশ্রয় নেবে, সেটাই হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করা না গেলে এ সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যাবে। রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশ সরকার যদি সমন্বয়কের ভূমিকা পালন করতে আগ্রহী হয় তবে পাশে থেকে সহায়তা করবে আইওএম এবং ইউএনএইচসিআর। রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক ত্রাণ সহায়তা কার্যক্রম ও বরাদ্দ বাড়াতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান তিনি।
আইওএম- এর পরিচালক (অপারেশন্স) মোহাম্মদ আবদিকার মাহমুদ বলেন, যে পরিমাণ রোহিঙ্গা বাংলাদেশে আসছে সে পরিমাণ ত্রাণ সহায়তা পাচ্ছেন না তারা। বাংলাদেশে আশ্রয় পাবার পর খাদ্য, চিকিৎসা, ও স্যানিটেশন সমস্যায় ভুগছে অসংখ্য রোহিঙ্গা, বিশেষ করে নারী ও শিশু। এজন্য পর্যাপ্ত ত্রাণ সহায়তা দরকার।
বিশ্ব সম্প্রদায়ের সমালোচনা করে আবদিকার মাহমুদ বলেন, জাতিসংঘ প্রত্যেকটি সদস্য রাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে রোহিঙ্গাদের পাশে থাকার। তবে এখন পর্যন্ত কাঙ্খিত পর্যায়ের সাড়া পাওয়া যাচ্ছে না, যা উদ্বেগ ও কষ্টের।
বাংলাদেশ সরকারের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, সরকার ঝুঁকি নিয়ে যা করেছে তা অত্যন্ত মানবিক ও প্রশংসার। রোহিঙ্গাদের জন্য ত্রাণ সহায়তা অব্যাহত রাখা ও নিরাপত্তা ইস্যুতে বায়োমেট্রিক পদ্ধতিতে রোহিঙ্গাদের হিসেব ও তথ্য রাখার প্রশংসা করে এতে সহায়তার প্রস্তাব দিয়েছেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন