বাংলাদেশের বিপক্ষে আগ্রাসী খেলবে নিউজিল্যান্ড
দক্ষিণ আফ্রিকার কাছে লজ্জা পাওয়া অস্ট্রেলিয়ানদের বিপক্ষে সিরিজ জয়ের প্রত্যাশা করেছিল নিউজিল্যান্ড। কিন্তু উল্টো হেরে যায় তারা। আর তাই আত্মবিশ্বাসে ভরপুর বাংলাদেশের বিপক্ষে কোনো হালকা মেজাজে খেলতে চায় না ব্ল্যাক ক্যাপরা।
আগামীকাল সোমবার ভোরে শুরু ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আগ্রাসী খেলতে চায় স্বাগতিকরা। দুই টেস্টে পাকিস্তানকে হারিয়ে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ায় গিয়েছিল অনেক আশা ভরসা নিয়ে। কিন্তু সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি তারা। অস্ট্রেলিয়া আগ্রাসী খেলে ৩-০ ব্যবধানে কিউইদের হারায়। আর ওই হার থেকে পাওয়া শিক্ষাটি বাংলাদেশ সিরিজে কাজে লাগাতে চায় নিউজিল্যান্ড।
ক্রাইস্টচার্চে বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নিজের পরিকল্পনা জানান স্বাগতিক অধিনায়ক কেন উইলিয়ামসন, ‘হেস (কোচ) এবং আমি ওই সিরিজ নিয়ে কিছু কথা বলেছি। আমি মনে করি যখন আপনি একটি সফরে গিয়ে হেরে যাবেন, ঠিক যেমনটা আমরা হেরেছিলাম অস্ট্রেলিয়ার কাছে তখন বুঝতে হবে কিছু কিছু জায়গায় আরো ভালো করতে হবে। গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আমরা এটা থেকে শিখেছি এবং আরো ভালো দল হিসাবে সামনে এগিয়ে যাচ্ছি।’
বাংলাদেশের ব্যাটসম্যানদের চাপে রাখতে পেস বোলারদের অস্ত্র হিসেবে ব্যবহার করবেন নিউজিল্যান্ডের অধিনায়ক। এক্ষেত্রে তাদের ভাবনা একটাই- তৃতীয় পেসার হিসেবে কাকে ডাকা হবে? নবাগত লকি ফার্গুসন নাকি ম্যাট হেনরি? তবে দলের পেস আক্রমণে ভারসাম্যতা আত্মবিশ্বাসী করে তুলছে উইলিয়ামসনকে।
দুই দলের সর্বশেষ মুখোমুখি লড়াইয়ে গত বছরের বিশ্বকাপে সেডন পার্কে জিতেছিল নিউজিল্যান্ড। তিন উইকেটের ওই অল্প ব্যবধানের জয়ের আগে মাশরাফি মর্তুজার দলের কাছে আগের ৭ ম্যাচের সবগুলো হেরেছিল তারা। ওই ম্যাচগুলো ছিল বাংলাদেশের মাটিতে। এবার নিজেদের মাটিতে পাল্টা জবাব দিতে চায় ব্ল্যাক ক্যাপরা।
কিন্তু কাজটা সহজে হবে না জানেন উইলিয়ামসন, ‘ঘরের মাঠে তাদের হারানো খুব কঠিন। তাদের মাঠে তারা প্রায় প্রত্যেক দলকে নাকানিচুবানি খাইয়েছে। তারা অনেক বেশি অভিজ্ঞতা অর্জন করেছে। প্রত্যেক বছর তারা নিজেদের ছাড়িয়ে যাচ্ছে। আমাদের সেরা ক্রিকেটটাই খেলতে হবে।’ সূত্র- রয়টার্স
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন