বাংলাদেশের বিপক্ষে কঠিন লড়াইয়ের চ্যালেঞ্জ জানালেন ট্রেন্ট বোল্ট
টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে নিউজিল্যান্ডের চেয়ে আর বেশি আর মাত্র একটি দলকেই হারাতে পেরেছে বাংলাদেশ। আর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আসার ঠিক আগের ম্যাচেই আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজে ব্ল্যাক ক্যাপদের উড়িয়ে দিয়েছে মাশরাফি বিন মুর্তজার দল।
শুক্রবার কার্ডিফের সোফিয়া গার্ডেনে বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের লড়াইটা তাই সহজ হবে না বলেই মনে করছে নিউজিল্যান্ড। দলের পেসার ট্রেন্ট বোল্ট জানালেন, বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিউজিল্যান্ডের জন্য চ্যালেঞ্জিং।
তিনি বলেন, ‘বাংলাদেশ যে দারুণ দল সেটা নতুন করে বলার কিছু নেই। ত্রিদেশীয় সিরিজেও ওরা আমাদের হারিয়েছিল। যদিও, এই দলের অনেকেই তখন ছিল না। জানি, ওরা শক্ত চ্যালেঞ্জ জানাবে। দু’দলই জয়ের জন্য খেলবে। ম্যাচটা দারুণ রোমাঞ্চকর হওয়ার কথা। ’
আগের দুটি ম্যাচ থেকে মাত্র এক পয়েন্ট পাওয়া নিউজিল্যান্ড ম্যাচটা নতুন করে শুরু করতে চায়। ওপেনার মার্টিন গাপটিল বলে, ‘আমাদের সামনে এটি একটি নতুন ম্যাচ। নতুন লক্ষ্য, জিততেই হবে আমাদেরকে। সেই লক্ষ্য পূরণের জন্যই মাঠে নামবো আমরা। ’
অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচটা বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় এক পয়েন্ট পায় বাংলাদেশ। আর সেই একটা পয়েন্টই সেমিফাইনালে ওঠার পথ খেলা রেখেছে বাংলাদেশের। তবে, এর জন্য শুধু নিউজিল্যান্ডকে শুক্রবার হারালেই চলবে না, শনিবার অস্ট্রেলিয়াকে হারতে হবে ইংল্যান্ডের বিপক্ষে। এর সাথে আছে রানরেটের হিসাব-নিকাশও।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন