শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বাংলাদেশের বিপক্ষে চক্রান্ত করে জিতেছিলো নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডাররা অত্যন্ত ভালো মানুষ—এখানকার প্রবাসী থেকে শুরু করে এবারের সফরে আসা বাংলাদেশের খেলোয়াড়-কর্মকর্তা-সাংবাদিকরাও নির্দ্বিধায় স্বীকার করেন। তবে খেলার মাঠে জেতার জন্য বিশ্বের সবচেয়ে দুর্ধর্ষ দলের মতোই মরিয়া কিউইরা। ওয়েলিংটন টেস্টে যেমন জয়ের জন্য আইন মেনেছে এবং প্রয়োজনে ভেঙেছেও স্বাগতিকরা। চতুর্থ দিনের খেলাশেষে বেআইনিভাবে উইকেটে পানি দিয়েছিলেন বেসিন রিজার্ভের কিউরেটর, যেন ব্যাটিংয়ে সমস্যার মুখে পড়ে বাংলাদেশ।

সব ফরম্যাটে খেলার আগেই দুই দলের অধিনায়ক-কোচ-ম্যানেজারদের নিয়ে সভা করেন ম্যাচ রেফারি। ওয়েলিংটন টেস্টের আগেও সে রকম একটি সভায় ধার্য হয়েছিল ম্যাচ চলাকালে মূল উইকেটের দুই পাশের দুটি করে উইকেটে পানি দেওয়া হবে না। কারণ স্পষ্ট—পাশে উইকেটের পানি শুষে নিতে পারে ম্যাচের উইকেট, তাতে ব্যাটসম্যানদের জীবন আরো ভীতিকর হয়ে উঠতে পারে ২২ গজে।

কিন্তু জাতীয় দলের নির্ভরযোগ্য একটি সূত্র গতকাল জানিয়েছে, ‘চতুর্থ দিন খেলার পর মূল উইকেটের পাশেরটিতে পানি দিয়েছেন কিউরেটর। আমাদের কোচ (চন্দিকা হাতুরাসিংহে) সে দৃশ্য মোবাইলে ধারণও করেছেন। ’ সবচেয়ে উদ্বেগের হলো, পুরো ঘটনাটি নিউজিল্যান্ড দলের জ্ঞাতসারে হয়েছে বলেই বিশ্বাস বাংলাদেশ দলের, জানিয়েছে ওই সূত্র, ‘অবাক করা কাণ্ড হলো নিউজিল্যান্ড কোচ মাইক হ্যাসনকে দেখেছি কিউরেটরের সঙ্গে কথা বলতে। আর তিনি মাঠ ছাড়ার মিনিট পাঁচেক পরই পানি দেওয়া শুরু করেন কিউরেটর। ’

অননুমোদিত উইকেটে পানি দেওয়ার ঘটনাটি ঘটেছে রিজার্ভ আম্পায়ার ক্রিস্টোফার মার্ক ব্রাউনের নাকের ডগায়। সে দৃশ্যও নাকি ধারণ করা আছে বাংলাদেশ কোচের মোবাইলে। অথচ দুই দলের টিম ম্যানেজমেন্টের পাশাপাশি বিষয়টি সম্পর্কে অবগত করা হয়েছিল মাঠের দুজনকে ছাড়াও টিভি ও রিজার্ভ আম্পায়ারকেও।

যাবতীয় সাক্ষ্য-প্রমাণ নিয়ে সেদিন সন্ধ্যায়ই ম্যাচ রেফারির কাছে অভিযোগ করেন হাতুরাসিংহে। ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথও নাকি রায় দেন, কাজটা ঠিক হয়নি। তবে রাতে টিম হোটেলে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ দলের পক্ষ থেকে উত্থাপিত অভিযোগ অস্বীকার করেন রিজার্ভ আম্পায়ার। তাতে ভীষণ উত্তেজিত হয়ে পড়েন হাতুরাসিংহে, মোবাইলে ধারণ করা স্থিরচিত্র উপস্থাপন করেন ওই সভায়। ‘ওরা এমনভাবে বলছিল, যেন আমাদের কোচ মিথ্যুক। কোচও খেপেছিলেন এমন আচরণে। অবশ্য মোবাইলের ছবি দেখানোর পর চুপ হয়ে যান ব্রাউন’—জানায় ওই সূত্র। পরদিন মানে গতকাল বাংলাদেশ কোচকে নাকি ‘স্যরি’ও বলেছেন বেসিন রিজার্ভের রিজার্ভ আম্পায়ার।

ক্রিকেটে এ ধরনের ভুল কোনোক্রমেই নির্দোষ মানবিক ভুল নয়। কিউরেটর জেনেশুনেই পাশের উইকেটে পানি দিয়েছেন, সেটাও স্বাগতিক দলের কোচের প্রচ্ছন্ন মদদে—অন্তত এমনটাই মনে করে বাংলাদেশ দল। স্বাগতিকদের প্রতি মাঠের এক আম্পায়ার নাইজেল লং এবং ম্যাচ রেফারির পক্ষপাতও পীড়া দিচ্ছে বাংলাদেশ দলকে। দলীয় একটি সূত্র গত রাতে আক্ষেপ করে বলছিল, ‘ম্যাচ রেফারির কাছে বিচার নিয়ে গিয়েছিলাম; কিন্তু পেলাম কই! উল্টো আজ (পঞ্চম দিন) মাঠে দেখা হওয়ার পর এমন কুশলী আচরণ তিনি করেছেন, যেন উইকেটে পানি দেওয়ার বিষয়টি অত্যন্ত গৌণ। ’

এসব ক্ষেত্রে স্বাগতিক বোর্ডের শাস্তি অনিবার্য। কিন্তু ম্যাচ অফিশিয়ালরা সিংহভাগ ক্ষেত্রেই স্বাগতিক কিংবা শক্তিশালী দলের প্রতি সহানুভূতিশীল থাকেন বলে অভিযোগ রয়েছে। এ পক্ষপাতও নিউট্রাল করে দেওয়া যায়, যদি সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ড উদ্যোগী হয়। সে আশাতেই ঘটনাটি জানানো হয়েছিল বিসিবিকে। কিন্তু প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়নি। অবশ্য গতকাল ভিনদেশ থেকে বিসিবির প্রভাবশালী একজন কর্মকর্তা নাকি টেলিফোনে পুরোটা শুনে বলেছেন, ‘তাহলে কেন খেলল বাংলাদেশ?’ অবশ্য তিনি মন্তব্য করার আগেই নিষ্পত্তি হয়ে গেছে ওয়েলিংটন টেস্ট।

কাল হার-পরবর্তী আড্ডায় নিজেদের ভুলভ্রান্তির পাশাপাশি কিউইদের কূটকচালিরও চর্চা হয়েছে যথেষ্ট। ডাবল সেঞ্চুরির পথে সাকিব আল হাসান এবং দ্বিতীয় ইনিংসে তামিম ইকবালের শরীর লক্ষ্য করে স্বাগতিক দলের বোলার-ফিল্ডারদের অকারণ ছোড়াছুড়ি নিয়ে উদ্বেগাকুল স্থানীয় মিডিয়াও। হেলমেটে মেরে মুশফিকুর রহিমকে হাসপাতালে পাঠানোর ঘটনায় শরীর সোজা বোলিং নিয়ে ব্যাপক কৌতূহল স্থানীয় সংবাদমাধ্যমে। তাদের জেরার মুখে কেন উইলিয়ামসন স্বীকার করেছেন, ‘মুশফিকুরের সুস্থতা কামনা করছি। খুব ভয় পেয়ে গিয়েছিলাম ওর হেলমেটে বল আঘাত করার পর। আমি সত্যিই দুঃখিত। তবে বাংলাদেশকে নিয়ে নির্দিষ্ট একটা প্ল্যান করা আছে। সে মতেই মুশফিকুরকে আক্রমণ করা হয়েছে, তবে কোনোভাবেই চাইনি বাংলাদেশ অধিনায়ক হাসপাতালে চলে যান। ’ তামিম ইকবাল অবশ্য এ নিয়ে নেতিবাচক কিছু ভাবছেন না, ‘বাউন্সার খেলারই অংশ। আমাদের কোনো অভিযোগ নেই। আমি নিশ্চিত মুশফিকেরও কোনো অভিযোগ নেই। ওরা স্পিন পছন্দ করে না, তবু দেশে ওদের বিপক্ষে আমরা সারা দিন স্পিনারদের দিয়ে বোলিং করাই। তখন ওরাও অভিযোগ করে না। ক্রিকেট আসলে এমনই। ’

মুশফিকের হেলমেটে লাগা বাউন্সারটা ক্রিকেটীয় আইনে বেআইনি নয়। কিন্তু ফিল্ডিংয়ের নামে অহেতুক সফরকারী ক্রিকেটারদের শরীর তাক করে বল ছোড়ার কারণটা? গোপনে উইকেটে পানি দেওয়ার ঘটনার পর জাতীয় দলের ক্রিকেটারদের মনেও সন্দেহ, তবে কি অতটা ভালো নয় কিউইরা? এ অবিশ্বাস থেকে ক্রিকেটারদের দৃঢ় বিশ্বাস, ‘উইকেটে পানি দেওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে পঞ্চম দিনে ম্যাচটাই বাতিল হতে পারত, যদি ভুক্তভোগী হতো ক্রিকেট রাজনীতির শক্তিধর কোনো দল। ’

বাংলাদেশ শক্তিশালী দল নয়, ভালো লবিস্টও নেই। তাই শেষ দিনের ভেজা উইকেটে নীরবে মাথা গোঁজার ঠাঁই খুঁজতে হয়েছে তামিমদের।

এই সংক্রান্ত আরো সংবাদ

নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন

প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন

  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি