বাংলাদেশের বিপক্ষে নেই সামি

ভারতের পেসার মোহাম্মদ সামির কপাল অনেকটা জোয়ার-ভাঁটার মতোই। এই আসে তো, এই চলে যায়! অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-২০ সিরিজে তার ফেরার কথা ছিল। নিজেকে সম্পূর্ণ ফিট বলেই দাবি করেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত ওই সিরিজ খেলা হয়নি তার।
এরপর আশায় বুক বেঁধেছিলেন এশিয়া কাপ ও ঘরের মাঠে অনুষ্ঠ্যেয় টি-২০ বিশ্বকাপে ফিরবেন তিনি। সেখানেও শুরু একই কাণ্ডের। এলেন, দেখলেন, অতঃপর চলে গেলেন। অর্থাৎ এশিয়া কাপের জন্য ভারতের ঘোষিত স্কোয়াডে জায়গা হয়েছিল সামির। কিন্তু আবার ছিটকে গেলেন দল থেকে। ভাগ্যদেবী হয়তো মুখ ফিরিয়ে নিয়েছেন। নইলে বারবার এমনই বা হবে কেন?
আসন্ন এশিয়া কাপে ভারতের প্রথম ম্যাচ বাংলাদেশের বিপক্ষে। এই ম্যাচে খেলতে পারছেন না সামি। এখানেই শেষ নয়, পুরানো ইনজুরি তাকে দূরে ঠেলে দিয়েছে গোটা টুর্নামেন্ট থেকেই। তার জায়গায় স্কোয়াডে ঠাঁই পেয়েছেন ভুবনেশ্বর কুমার। আজ শুক্রবার বিসিসিআই’র মেডিকেল টিম বিষয়টি নিশ্চিত করেছে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামার আগে ট্রেনিং সেশনে হ্যামেস্টিংয়ে চোট পান সামি। এরপর চিকিৎসকরা জানিয়েছিলেন, চোট কাটিয়ে উঠতে তার ৪ থেকে ৬ সপ্তাহ সময় লাগবে। তার পরেও এশিয়া কাপ ও বিশ্বকাপের স্কোয়াডে রাখা হয়েছিল। কিন্তু এশিয়া কাপের আগে ফের শঙ্কায় পড়েন বিসিসিআই’র নির্বাচকরা। পুরোপুরি ফিট হয়ে উঠতে সামিকে আরো সময় দিয়েছেন তারা। ঘরের মাঠে টি-২০ বিশ্বকাপকে সামনে রেখেই হয়তো এই সিদ্ধান্ত তাদের। তাতে কপাল পুড়ল সামির। এশিয়ান ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর এশিয়া কাপে খেলা হচ্ছে না তার।
ভারতের এশিয়া কাপ দল : মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, সুরেশ রায়না, যুবরাজ সিং, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, আশিস নেহরা, হার্দিক পান্ডে, রবীন্দ্র জাদেজা, পবন নেগি, হরভজন সিংহ, রবিচন্দ্রন অশ্বিন, বুমরাহ, ভুবনেশ্বর কুমার (মোহাম্মদ শামির পবিবর্তে)।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন