বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার চমক পুষ্পকুমারা

দুই ম্যাচের টেস্ট সিরিজে জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। অ্যাঞ্জেলো ম্যাথিউসের অনুপস্থিতিতে শ্রীলঙ্কার অধিনায়কের দায়িত্ব যে অভিজ্ঞ স্পিনার রঙ্গনা হেরাথের কাঁধেই আসবে, তা আগে থেকেই জানা ছিল। তবে মুশফিক-সাকিবদের জন্য চমক হিসেবে দেখা যাবে ২৯ বছর বয়সী চামারা পুষ্পকুমারাকে। বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়েই হয়তো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়ে যেতে পারে এই বাঁ-হাতি স্পিনারের।
ঘরোয়া ক্রিকেটে দারুণ নৈপুণ্য দেখিয়ে নির্বাচকদের নজর কেড়েছেন পুষ্পকুমারা। ২০১২ সালে শ্রীলঙ্কা ‘এ’ দলের হয়েও তিনি খেলেছিলেন দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের বিপক্ষে। ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষেও বল হাতে জ্বলে উঠতে দেখা গিয়েছিল এই বাঁ-হাতি স্পিনারকে।
পূর্ণাঙ্গ সিরিজ খেলার জন্য গতকাল সোমবারই শ্রীলঙ্কা পৌঁছেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। আগামী ২ ও ৩ মার্চ মুশফিকরা খেলবেন একটি প্রস্তুতি ম্যাচ। এর পর ৭ মার্চ থেকে গলে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ম্যাচটি হবে বাংলাদেশের জন্য একটা মাইলফলক। আগামী ১৫ মার্চ থেকে শুরু হতে যাওয়া এই ম্যাচটি হবে বাংলাদেশের শততম টেস্ট।
শ্রীলঙ্কার টেস্ট দল : রঙ্গনা হেরাথ (অধিনায়ক), দিমুথ করুনারত্নে, নিরোশান ডিকওয়েলা, উপুল থারাঙ্গা, ধনঞ্জয় ডি সিলভা, কুশাল মেন্ডিস, আসেলা গুনারত্নে, দিনেশ চান্দিমাল, সুরঙ্গা লাকমল, লাহিরু কুমারা, নুয়ান প্রদীপ, ভিকুম সঞ্জয় বান্দারা, দিলরুয়ান পেরেরা, লাকশান সান্দাকান, মালিন্দা পুষ্পকুমারা
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন