বাংলাদেশের বিপক্ষে হেরে অবসর নিতে চেয়েছিলেন শচীন টেন্ডুলকার
২০০৭ ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ হয়তো ভারতের জন্য দুঃসহ স্মৃতি হয়ে থাকনে। সেবার বাংলাদেশ ও শ্রীলংকার বিপক্ষে হেরে গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছিল ভারত। সেই দুটি হারে হতাশ হয়ে পড়েছিলেন দলের ক্রিকেটাররা।
বিশেষ করে হতাশায় অবসরের চিন্তাও করেছিলেন শচীন টেন্ডুলকার। মিড-ডে’কে দেয়া এক সাক্ষাৎকারে শচীন বলেন, ‘হারের পর এতটাই হতাশ হয়ে পড়েছিলাম যে, দু’দিন হোটেল রুম থেকে বের হইনি।’
শচীন বলেন, ‘বিশ্বকাপে হারের পর আমরা ওয়েস্ট ইন্ডিজে আরও দু’দিন ছিলাম। সেসময় আমি রুম থেকে একবারের জন্যও বের হইনি। কোনো কিছু মনে ধরছিল না। সেটা এমন একটা বিষণœতা যা কোনো কাজেই মন বসতে দেয়নি। এমন মুহূর্ত ভুলে পরবর্তী কোনো টুর্নামেন্টে অংশগ্রহণটা ছিল কঠিন।’
ভারত সেবার গ্রুপের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে হেরে যায়। পাঁচ উইকেটের সেই হার প্রথমেই ধাক্কা দেয় রাহুল দ্রাবিড়ের ভারতকে। দ্বিতীয় ম্যাচে দুর্বল বারমুডার বিপক্ষে অবশ্য বড় জয় পায় তারা। কিন্তু ২৩ মার্চ শ্রীলংকার বিপক্ষে শেষ ম্যাচ হেরে আসর থেকে বিদায় নেয় ভারত। শচীন বলেন, ‘২৩ মার্চ আমার জীবনের বাজে দিনগুলোর একটি। প্রথমে আমরা বাংলাদেশ ও পরে শ্রীলংকার বিপক্ষে হেরে যাই। ২০০৭ বিশ্বকাপ আমাদের জন্য অবশ্যই ভালো ছিল না। আমরা কখনও ভাবিনি যে, বাংলাদেশের বিপক্ষে হারব। আমরা অতি-আত্মবিশ্বাসী ছিলাম না। তবে বাংলাদেশের বিপক্ষে জিতব এমন আত্মবিশ্বাস ছিল। ক্রিকেট আসলে অনিশ্চয়তার খেলা।’
এমন বাজে অভিজ্ঞতার পর অবশ্য ঘুরে দাঁড়িয়েছেন শচীন। তাকে এ ব্যাপারে সাহায্য করেছেন ক্যারিবীয় কিংবদন্তি ভিভ রিচার্ডস, ‘স্যার ভিভ রিচার্ডসের ফোন এলো। তিনি আমার সঙ্গে প্রায় ৪৫ মিনিট কথা বললেন। ক্রিকেটের উত্থান-পতন সম্পর্কে জানালেন। তিনি বললেন, ক্রিকেটে এখনও আমার অনেক কিছু দেয়ার আছে।’
এরপর শচীনের ইতিহাস সবারই জানা। পরেরবার ২০১১ বিশ্বকাপ জিতলেন। ওয়ানডে ও টেস্ট মিলিয়ে ১০০ সেঞ্চুরি উদযাপন করলেন। ব্যাটিংয়ের প্রায় সব রেকর্ডই নিজের করে নেন। ওয়েবসাইট।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন