বুধবার, জুলাই ২, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বাংলাদেশের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার ঘোষণা দিলো নিউজিল্যান্ড

কার্ডিফের সবকিছুই অদ্ভূত সুন্দর। একেবারে চোখ জুড়িয়ে যাওয়া সুন্দর। নিঃশব্দের স্বর্গীয় শহর যাকে বলে। রাস্তায় কোনও সাড়া শব্দ নেই। ১২ দিন হলো ব্রিটেনে এসেছি, এখনও গাড়ির হর্ন কানে আসেনি।

কার্ডিফ শহরটা যেন আরও চুপচাপ। আরও শান্ত। তবে হ্যাঁ, রাস্তায় হাঁটার সময় গাড়ির শব্দ শুনতে না পেলেও গাঙচিলের কণ্ঠ অন্তত শুনতে পাবেনই। আমরা এতটাই নিমর্ম আচরণ করেছি যে, বাংলাদেশে মানুষ দেখলে পাখি পালিয়ে যায়। এখানে উল্টো। এখানে মানুষ আর পাখিদের মধ্যে চমৎকার মিতালি। মানুষ দেখলে বরং পাখি এগিয়ে আসে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে। মাথার এক দুই হাত উপর দিয়ে পাখি উড়াউড়ি করছে, ছোটাছুটি করছে। এ এক অভূতপূর্ব দৃশ্য!

এখানকার সব কিছুর মতো কার্ডিফ ক্রিকেট স্টেডিয়ামটাও সুন্দর। সোফিয়া গার্ডেনের মাঝখানে অবস্থিত এই স্টেডিয়ামের চারপাশ গাছপালায় ভর্তি। সুন্দর প্রেসবক্সে বসে চোখে পড়বে সবুজ আর সবুজ।

দুপুরে সোয়া ১২টায় নিউজিল্যান্ড দলের ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলন। গতকাল এসেছি। কিন্তু কনফারেন্স রুমে যাওয়া হয়নি। প্রেসবক্সের একটু দূরে কনফারেন্স রম। দারুণ ছিমছাম ও পরিপাটি এ রুম দেখেও যেকারও ভালো লেগে যাবে।

নিউজিল্যান্ড দলের পক্ষ থেকে আসলেন ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট। মাত্র ৫ থেকে ৮ মিনিটের প্রেস কনফারেন্স। গোটা পাঁচেক প্রশ্ন। সংক্ষিপ্ত উত্তর। কালকের ম্যাচটা দুই দলের জন্যই যে ‘ডু অর ডাই’ সেটা বোল্টও মেনে নিলেন।

নিউজিল্যান্ডের মতো বাংলাদেশেরও এক পয়েন্ট। একটি করে হার। তবে নিউজিল্যান্ডের এক পয়েন্ট এসেছে দুর্ভাগ্যের কারণে। অন্যদিকে বাংলাদেশ এক পয়েন্ট পেয়েছে সৌভাগ্যে, বৃষ্টির কৃপায়। এখন দুই দলই একই জায়গায় দাঁড়িয়ে। মানে কালকে জিততেই হবে শেষ চারে যেতে হলে।

দুই দলই সর্বোচ্চ দিতে মাঠে নামবে। সংবাদ সম্মেলনে ঘোষণাটাই দিয়ে গেলেন ট্রেন্ট বোল্ট। বললেন, ‘এটা এমন একটা ম্যাচ যেটা দুই দলের জন্যই সমান গুরুত্বপূর্ণ। বাংলাদেশ চাইবে ম্যাচটা জিততে। আমরাও তাই চাই। এই ম্যাচটা না জিতলেই নয়। আমরা সর্বোচ্চ দিতে মাঠে নামব। আমি মনে করি এটা উপভোগ্য এক ম্যাচ হতে যাচ্ছে। তবে আমাদের ভালো সুযোগ আছে এই ম্যাচে। ইতোমধ্যে এখানে আমরা একটা ম্যাচ খেলেছি। এটা আমাদের জন্য একটা অভিজ্ঞতা যেটা কাজে আসবে।’

নিউজিল্যান্ডর সঙ্গে বাংলাদেশের রেকর্ড বেশ ভালো। কিছুদিন আগেই ওদেরকে হারিয়েছে বাংলাদেশ। কিন্তু এই জয় বাংলাদেশকে এগিয়ে রাখবে সেটা মনে করেন না বোল্ট। বলেছেন, ‘হ্যাঁ, আমরা ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের কাছে হেরেছি। বাংলাদেশ ভালো দল। আমরা ওদের বিপক্ষে দেশের মাটিতে ভালো করেছি। কিন্তু আমি মনে করি এটা একটা আলাদা ম্যাচ। এ ম্যাচ উপভোগ্য হবে। আমরা আত্মবিশ্বাসী।’

তামিম ইকবালের প্রশংসা করে এ পেসার বললেন, ‘তামিম খুবই মেধাবী ব্যাটসম্যান। খুব ভালো ফর্মে আছে। তাকে দ্রুত ফেরানো অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে আমাদের পরিকল্পনা পুরো দলকে নিয়ে। কারণ বাংলাদেশ দল হিসেবে বেশ শক্তিশালী।’

এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল

বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
  • আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
  • কিস্তিতে খেলোয়াড়দের বকেয়া শোধ করবে ‘দুর্বার রাজশাহী’
  • টানা ৮ ম্যাচ জেতার পরও এলিমিনেটরে হেরে রংপুরের বিদায়
  • বড় জয়ে সেরা আটে থাকার আশা বাঁচিয়ে রাখল রিয়াল
  • নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
  • প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
  • নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকির পর এবার বয়কটের ডাক
  • বাংলাদেশ-ভারত সিরিজে থাকবেন তামিম!