বাংলাদেশের বোলারদের কৃতিত্ব দিলেন নজিবুল্লাহ
বাংলাদেশের কাছে জিততে জিততে হেরে গেছে আফগানিস্তান। আর সিরিজের প্রথম ওয়ানডেতে ৭ রানের জয় পেয়েছেন টাইগাররা। বলতে গেলে এটা স্বাগতিকদের কষ্টার্জিত জয়ই। কারণ ২৬৫ রানের পুঁজি নিয়েও আফগানরা বেশ ভুগিয়েছে মাশরাফি বাহিনীকে।
বোলিং অ্যাকশনে নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা তাসকিন আহমেদ শেষ দিকে জ্বলে না উঠলে ম্যাচের ফল ভিন্নও হতে পারতো। বাংলাদেশের কাছে এমনভাবে হেরে যাওয়ায় হতাশ গোটা আফগান দল। বিজয়ের হাসি হাসতে গিয়েও সেটা আর হলো না। সেই হাসি কেড়ে নিয়েছেন মাশরাফিরা।
ম্যাচ শেষে আফগান দলের পক্ষে কথা বলেন নজিবুল্লাহ জাদরান। বাংলাদেশের কাছে জিততে গিয়েও হেরে গেলেন, এটা কিভাবে দেখছেন? জবাবে নজিবুল্লাহ বলেন, ‘আমাদের শুরুটা ভালোই ছিল। হাসমাতুল্লাহ শাইদি ও রহমত শাহ ভালো একটি অবস্থানে নিয়ে গিয়েছিল দলকে। শেষ দিকে বিগ শট খেলার মতো ব্যাটসম্যান ছিল বেশ কয়েকজন (বিশেষ করে অধিনায়ক আসগর স্টানিকজাই ও মোহাম্মদ নবী)। বাংলাদেশের বোলিংকে কৃতিত্ব দিতে হবে। শেষ দিকে তারা ভালো বোলিং করেছে। তবে আমাদের ব্যাটিং ব্যর্থতাও পরাজয়ের অন্যতম কারণ।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন