‘বাংলাদেশের মতো নিরাপত্তা বিশ্বের আর কেউ দিবে না’
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে ইংল্যান্ড দল আসবে কী আসবে না সেটা নিয়ে ছিল অনিশ্চয়তার দোলাচল।
কিন্তু সব অনিশ্চয়তা আর আশঙ্কাকে উড়িয়ে দিয়ে ইংল্যান্ড দল যথাসময়ে বাংলাদেশ সফরে আসছে। সেপ্টম্বর মাসের ৩০ তারিখ ৩টি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার মধ্যরাতে বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড।
ইংল্যান্ডের বাংলাদেশ সফর নিশ্চিত হওয়ায় বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা যেন আনন্দে ভাসছেন। তার সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারাও এক প্রকার হাফ ছেড়ে বেঁচেছেন। কারণ, ইংল্যান্ড নিরাপত্তার অজুহাত দেখিয়ে বাংলাদেশ সফর বাতিল করলে সেটা বিরাট নেতিবাচক খবর হয়ে দাঁড়াতে পারত।
শুক্রবার নিজ বাসভবনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন বাংলাদেশ ইংল্যান্ডকে যে নিরাপত্তা পরিকল্পনা দিয়েছে সেটা বিশ্বের আর কেউ দিতে পারবে না।
তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের সম্পর্ক ভালো বলে ওরা আমাদের নিয়ে ভালো চিন্তা করছে। ওদেরকে আমরা যে সিউকিউরিটি প্লান দিয়েছি সেটা বিশ্বের আর কেউ দিবে না। তবে তাদের আচরণে আমাদের সব সময়ই মনে হয়েছে যে ইংল্যান্ড দল বাংলাদেশ সফরে আসবে।’
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন