বাংলাদেশের মেয়েদের জয়ের লক্ষ্য ১৬৪ রান
ভারত-নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্ব। তার আগেই অবশ্য শুরু হয়ে গেছে মেয়েদের বিশ্বকাপ। প্রথম ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হয়েছেন বাংলাদেশের মেয়েরা। বিশ্বকাপের প্রথম ম্যাচে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য ১৬৪ রান।
শুরুতেই টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক জাহানারা আলম। কিন্তু তাঁর এই সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করতে পারেননি বাংলাদেশের বোলাররা। ৭.৩ ওভার পর্যন্ত কোনো সাফল্য পায়নি বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ৬২ রান জমা করে ভারতকে বড় সংগ্রহের ভিত গড়ে দিয়েছিলেন দুই ওপেনার ভাল্লেস্বামী ভানিথা ও মিথালি রাজ। অষ্টম ওভারে ২৪ বলে ৩৮ রানের ইনিংস খেলে নাহিদা আকতারের বলে বোল্ড হয়ে ফিরেছেন ভানিথা। অধিনায়ক মিথালি রাজের ব্যাট থেকে এসেছে ৪২ রান। ২৯ বলে ৪০ রানের ইনিংস খেলে বাংলাদেশের বোলারদের ভালোই ভুগিয়েছেন হারমানপ্রিত কাউর। শেষপর্যায়ে বেদা কৃষ্ণমুর্তির ৩৬ রানের অপরাজিত ইনিংসের সুবাদে স্কোরবোর্ডে ১৬৩ রান জমা করেছে স্বাগতিক ভারত।
বাংলাদেশের পক্ষে ভালো বোলিং করে দুইটি করে উইকেট নিয়েছেন ফাহিমা খাতুন ও রুমানা আহমেদ। একটি উইকেট পেয়েছেন নাহিদা আকতার।
২০১৪ সালের পর দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েছে বাংলাদেশ। গত আসরে ভারতের বিপক্ষে ৭৯ রানে হেরে গিয়েছিলেন সালমা-জাহানারারা। এবার নিশ্চয়ই সেই হারের প্রতিশোধ নিয়ে বিশ্বকাপের শুরুটা ভালোভাবে করার চেষ্টা করবেন তাঁরা।
বাংলাদেশ দল : জাহানারা আলম, আয়েশা রহমান, শারমিন আকতার, সানজিদা ইসলাম, রুমানা আহমেদ, নিগার সুলতানা, লতা মণ্ডল, সালমা খাতুন, ফাহিমা খাতুন, নাহিদা আকতার ও খাদিজাতুল কোবরা।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন