বাংলাদেশের স্পিনারদের প্রশংসায় ক্রিস ওকস
চট্টগ্রামের পর ঢাকায়ও ইংলিশ ব্যাটসম্যানদের বেশ ভোগাচ্ছে বাংলাদেশের স্পিনাররা। বিশেষ করে ঢাকায় দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে তো সফরকারী দলটির ব্যাটসম্যানদের একেবারেই নাজেহাল করে ছেড়েছে স্বাগতিক স্পিনাররা। তাদের ১০টি উইকেটই নিয়েছেন বাংলাদেশের তিন স্পিনার।
তাই তো বাংলাদেশের স্পিনারদের প্রশংসায় পঞ্চমুখ ইংলিশ পেসার ক্রিস ওকস। স্বাগতিক স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণেই অতিথি দলটির ব্যাটসম্যানরা খুব একটা সুবিধা করতে পারেনি।
ইংল্যান্ডের প্রথম ইনিংসে অফস্পিনার মেহেদি হাসান মিরাজ নিয়েছেন ছয় উইকেট। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম তিনটি এবং সাকিব আল হাসান পেয়েছেন একটি উইকেট।
আজ শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের স্পিনারদের প্রশংসা করে ওকস বলেন, ‘এদিন সত্যিই ভালো বল করেছেন বাংলাদেশের স্পিনাররা। যে কারণে সম্ভব হয়নি আমাদের পক্ষে বড় ইনিংস গড়া। বিশেষ করে মিরাজ অসাধারণ বল করেছে।’
শুধু স্পিনারদেরই নন, এই ইংলিশ অলরাউন্ডার প্রশংসা করেন বাংলাদেশে ওপেনার তামিম ইকবালেরও। তিনি বলেন, ‘তামিম প্রথম ইনিংসে ভালো ব্যাট করেছে। দ্বিতীয় ইনিংসেও সে খারাপ করেনি। তবে সে বোলারদের ওপর বেশ চাপ প্রয়োগ করে খেলে থাকে।’
বাংলাদেশের বোলারদের ভালো দারুণ পারফরম্যান্সে ইংল্যান্ডের প্রথম ইনিংস গুটিয়ে গেছে ২৪৪ রানে। অবশ্য তারা ২৪ রানের লিড পেয়েছে। দিনশেষে তিন উইকেট হারিয়ে ১৫২ রান করে ১২৮ রানের লিড পেয়েছে স্বাগতিকরা।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন