বাংলাদেশে আসছেন অ্যান্ডারসন-ব্রড

বাংলাদেশ সফরে আসছেন ইংলিশ পেস বোলিংয়ের তারকা জুটি জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড। এমনটাই জানিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এ জন্য তাদেরকে ঘরোয়া ক্রিকেটের চলমান মৌসুমে আর রাখা হচ্ছে না।
এক বিবৃতিতে ইসিবি জানিয়েছে, ‘এই গ্রীষ্মে দুই জনই ইনজুরিতে আক্রান্ত হয়েছেন। তাই আসন্ন বাংলাদেশ সফরের প্রস্তুতিটা ভালোভাবে নিতেই দুইজনের বিশ্রাম প্রয়োজন রয়েছে।’
মূলত ডান কাঁধের ইনজুরিতে আক্রান্ত অ্যান্ডারসনের পুনর্বাসন প্রয়োজন। একইভাবে ব্রড পায়ের গোড়ালির সমস্যায় ভুগছিলেন। তাই বাংলাদেশ সফরে তাদের পরিপূর্ণভাবে পেতে চলমান ঘরোয়া মৌসুম থেকে তাদের বিশ্রাম দেওয়া হয়েছে।
বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যে অনিশ্চয়তার মধ্যে ছিলো ইংল্যান্ড ক্রিকেট দল, তা কেটে গেছে। নিরাপত্তা ব্যবস্থার প্রতি সন্তুষ্টি জানিয়ে পূর্ব নির্ধারিত সময়েই বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল।
শুধু তাই নয়, পূর্ণ শক্তির দল নিয়েই বাংলাদেশে আসবে ইংল্যান্ড; জানিয়েছেন সাবেক ইংলিশ অধিনায়ক ও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ক্রিকেট পরিচালক অ্যান্ড্রু স্ট্রস। যদিও শঙ্কা রয়েছে ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক অ্যালিস্টার কুকের আসা নিয়ে।
কিন্তু তা নিরাপত্তাজনিত কারণে নয়, দ্বিতীয় সন্তান আগমনের কারণে বাংলাদেশ সফর থেকে নিজেকে সরিয়ে নিতে যাচ্ছেন কুক। এছাড়াও, ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলের বরাত দিয়ে জানা গিয়েছিল, আসন্ন বাংলাদেশ সিরিজে নাও খেলতে পারেন ব্রড। কিন্তু ইসিবির বিবৃতির মধ্য দিয়ে সব কিছু পরিষ্কার হয়ে গেলো।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন