বাংলাদেশে উদ্ধারকাজে সহায়তা করতে চান মোদি
টানা বর্ষণে চট্টগ্রাম, রাঙামাটি ও বান্দরবানে পাহাড়ধসে হতাহতের ঘটনায় উদ্ধার কাজে বাংলাদেশের পাশে থাকতে চান বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে টুইটার বার্তায় ওই কথা জানান মোদি।
নিহত হয়েছেন কমপক্ষে ১৩২ জন। এখনো চলছে উদ্ধারকাজ। উদ্ধারে
টুইটারে মোদি বলেন, ‘আমরা বাংলাদেশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে থাকতে চাই। প্রয়োজন হলে স্থানীয়ভাবে খোঁজ ও উদ্ধারকাজ চালানোর জন্য আমরা সর্বদা প্রস্তুত আছি।’
আরেকটি টুইটে মোদি বলেন, ‘পাহাড় ধসে নিহতের ঘটনায় আমি শোকাহত। নিহতদের পরিবারের জন্য সহানুভূতি ও আহতদের জন্য প্রার্থনা রইল।’
এদিকে সময় গড়ানোর সঙ্গে বাড়ছে লাশের সংখ্যা। তিন জেলায় এখন পর্যন্ত ১৪৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে রাঙামাটিতে চার সেনা সদস্যসহ ১০১ জন, চট্টগ্রামে ৩৬ জন ও বান্দরবানে ছয়জন রয়েছে।
এছাড়া পাহাড়ি ঢলের পানিতে ডুবে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় পাঁচজন ও রাউজান উপজেলায় একজন এবং রাঙামাটির কাপ্তাই উপজেলায় একজন মারা গেছেন।
এদিকে, চট্টগ্রাম মহানগরের হালিশহর এলাকায় ঝড়ের সময় দেয়াল চাপা পড়ে একজন এবং রাঙামাটির কাপ্তাই উপজেলায় গাছচাপা পড়ে একজন নিহতের খবর পাওয়া গেছে।
বঙ্গোপসাগরে থাকা নিম্নচাপের প্রভাবে গত রোববার রাত থেকেই টানা বৃষ্টি হচ্ছে সারা দেশে। সোমবার এটি বাংলাদেশের উপকূল ও স্থলভাগ অতিক্রম করে। এর প্রভাবে বৃষ্টির পরিমাণ আরো বাড়ে। টানা বৃষ্টিতে রাস্তাঘাট তলিয়ে গিয়ে গ্রাম-শহরে দুর্ভোগে পড়ে মানুষ। এ কারণে চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর এবং কক্সবাজারে ৩ নম্বর সতর্কসংকেত জারি করা হয়। অনেক স্থানে বন্ধ করে দেওয়া হয় নৌযান চলাচল।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন