টিআই চেয়ারপারসন
বাংলাদেশে দুর্নীতি এখনো উদ্বেগজনক পর্যায়ে
বাংলাদেশে দুর্নীতি এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) চেয়ারপারসন হোসে কার্লোস উগাস। তিনি এ ব্যাপারে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) দুর্নীতি দমনে নিরপেক্ষ ও কঠোর ভূমিকা নেওয়ার আহ্বান জানান। এর পাশাপাশি বাংলাদেশের এনজিও তদারকি আইন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন হোসে কার্লোস।
আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সফররত সংস্থাটির চেয়ারপারসন।
দুদক চেয়ারম্যান, প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা, সুশীল সমাজ এবং সাংবাদিকদের সঙ্গে বৈঠক শেষে জার্মানভিত্তিক আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থাটির প্রধান সংবাদ সম্মেলনে তুলে ধরেন তাঁর মূল্যায়ন।
টিআই চেয়ারপারসন বলেন, ‘দুর্নীতির ধারণা সূচকে ১০০-তে বাংলাদেশের স্কোর ২৫। এটি প্রমাণ করে, দুর্নীতি এখনো খারাপ পর্যায়ে রয়েছে। পদ্ধতিগত ও কাঠামোগত- দুই ধরনের দুর্নীতিই রয়েছে এখানে। দুর্নীতি কমাতে হলে নির্বাচনে ব্যবহৃত টাকার উৎস, সম্পদের বিবরণী, আমলা ও সরকারের কাজের স্বচ্ছতা, তথ্য অধিকার আইনে মানুষের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে। শিক্ষা ব্যবস্থায়ও দুর্নীতিবিরোধী মনোভাব তৈরি করার পাঠ্যসূচি দিতে হবে। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের সঙ্গেও বৈঠক করেছি। দুর্নীতি দমনে তাঁরাও আন্তরিক।’
দুর্নীতির মূলে যারা রয়েছে তাদেরও বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ বলেও মনে করেন হোসে কার্লোস।
দুর্নীতি দমনে সদিচ্ছার দৃষ্টান্ত রাখতে হবে সরকারকেও- এমনটা উল্লেখ করে টিআই চেয়ারপারসন বলেন, ‘এনজিও তদারকি আইন হয়েছে, এটি নিয়ে আমরা উদ্বিগ্ন। আমরা আন্তর্জাতিকভাবে এই আইনের প্রয়োগ পর্যবেক্ষণ করব। আমরা সরকারকে বলতে চাই, সরকারের শত্রু দুর্নীতি, যারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলে তারা নয়। আমরা আশা করি, আমাদের কাজে সরকার কোনো প্রতিবন্ধকতা তৈরি করবে না। দুর্নীতিবিরোধী সমাজ গঠন এবং মানুষের অধিকারকে সমুন্নত রাখার জন্যই আমরা কাজ করি।’
দুর্নীতি দমনের যেকোনো উদ্যোগে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দেওয়ারও আশ্বাস দেন টিআই-প্রধান।
এই সংক্রান্ত আরো সংবাদ
উত্তর প্রদেশে মাদ্রাসা চালু রাখতে বাধা কেটে গেল
ভারতের উত্তর প্রদেশে ২০০৪ সালে তৎকালীন রাজ্য সরকারের তৈরি মাদ্রাসাবিস্তারিত পড়ুন
সোহরাওয়ার্দী উদ্যানের পাশে মাজারে হামলা, দানবাক্স উধাও
ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের পাশের হয়রত হাজী খাজা শাহবাজ (রাহ:) এরবিস্তারিত পড়ুন
সরকারি চাকরিজীবীদের জন্য ৯ নির্দেশনা
রাজনৈতিক পট পরিবর্তনের পর সরকারি কর্মচারীদের বিব্রতকর পরিস্থিতি এড়াতে সতর্কবিস্তারিত পড়ুন