বাংলাদেশে নয়, পাক-ভারত সিরিজ শ্রীলঙ্কাতে
ডিসেম্বরে ভারত-পাকিস্তান বহুল আলোচিত ক্রিকেট সিরিজ অবশেষে হচ্ছে। তবে বাংলাদেশে নয়, শ্রীলঙ্কার পার্ল আইল্যান্ডে।
দুবাইয়ে দুই বোর্ডের ক্রিকেট কর্তাদের মধ্যে আলোচনার পর প্রতিবেশী দেশ দুটি সিরিজ খেলতে রাজি হয়েছে। সিরিজটা খেলার জন্য দুবাইয়ের নাম প্রস্তাব করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু সেখানে খেলতে রাজি হয়নি ভারত। এরপর নিরপেক্ষ ভেন্যু হিসেবে বাংলাদেশে সিরিজটা খেলতে প্রস্তাব দেওয়া হয় পাকিস্তানের পক্ষ থেকে। কিন্তু বাংলাদেশেও খেলতে রাজি হয়নি ভারতীয় বোর্ড।শেষ পর্যন্ত শ্রীলঙ্কাকেই বেছে নেয় দুটি দেশ।
দু’দেশের সরকারের কাছ থেকে অনুমতি নিয়ে তবেই সিরিজের যাবতীয় খুঁটিনাটি চূড়ান্ত করা হবে। পাকিস্তান বোর্ডের চেয়ারম্যান শাহরিয়র খানকে মঙ্গলবার ডেকে পাঠিয়েছে দেশের অভ্যন্তরীণ মন্ত্রক। ২৫ নভেম্বর দুবাইয়ে ফিরছেন শাহরিয়র খান। তখন আইসিসি এবং ভারতীয় বোর্ড কর্তাদের সঙ্গে তখন আরও একবার কথা বলবেন তিনি।
সিরিজটা সরাসরি সম্প্রসারণের চুক্তিও চূড়ান্ত করা হয়েছে। গত ফেব্রুয়ারি মাসে টিভি স্বত্ব সই করার সময় এই সিরিজের জন্য আলাদা বাজেট ধার্য হয়েছিল। তবে এখনও বেশ কিছু সমস্যা মেটানো বাকি আছে। যার মধ্যে সবচেয়ে বড় ব্যাপার হল সিরিজ থেকে আসা অর্থ ভাগাভাগি। পাক বোর্ড ইঙ্গিত দিয়েছে যে, ভারতীয় বোর্ড আয় ভাগাভাগি করতে চায়। তারা নাকি নিজস্ব টাইটেল স্পন্সর আনার ব্যবস্থাও করতে পারে। তবে সব সমস্যা ২৭ নভেম্বরের মধ্যে মিটে যাওয়ার কথা। যখন ভারতীয় বোর্ডের ওয়ার্কিং কমিটি বৈঠক করতে বসবে,
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন