রবিবার, অক্টোবর ২৬, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গারা বাধ্য হয়ে ভিক্ষবৃত্তিতে নামছেন

মিয়ানমারের সরকারি বাহিনীর অত্যাচারে বাংলাদেশে পালিয়ে আসা রাখাইন প্রদেশের মুসলিম জনগোষ্ঠী রোহিঙ্গাদের অধিকাংশেরই ঠাই হয়েছিলো কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরে। সেখানে এসে নতুন এক বাস্তবতার মুখোমুখি হয়েছে রোহিঙ্গারা।

স্বজাতির সাহায্যে শরণার্থী শিবিরে অনিবন্ধিত অবস্থায় জায়গা পেলেও পেটের ক্ষুধা নিবারণের স্থায়ী কোনো সমাধান হয়নি অনেকেরই। দেশ থেকে পালিয়ে আসার সময় যেটুকু সম্বল নিয়ে এসেছিলেন তা শেষ হয়েছে অনেক আগেই। ক্ষুধার তাড়নায় শেষ পর্যন্ত ভিক্ষাবৃত্তিতে নেমেছেন কক্সবাজারের শরণার্থী শিবিরের রোহিঙ্গারা।

এদের অধিকাংশকেই কক্সবাজার-টেকনাফ সড়কের দু’পাশ ধরে ভিক্ষার আশায় বসে থাকতে দেখা গেছে।

জাতিসংঘের দেয়া তথ্যনুযায়ী, মিয়ানমারের সরকারি বাহিনীর অত্যাচারে কমপক্ষে ৮০ হাজার রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এদের অধিকাংশই কুতুপালং, বালুখালী, নয়াপাড়া, লেদা ও শামলাপুরের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে আশ্রয় নিয়েছে। শরণার্থী ক্যাম্পে আশ্রয় মিললেও এদের জন্য পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করা হয়নি।

ফলে ভিক্ষার আশায় শরণার্থী ক্যাম্পে যাওয়ার রাস্তা ধরে অনেকদূর আগে থেকেই রাস্তার পাশে জটলা বেঁধে বসে আছেন অনেক রোহিঙ্গা। রাস্তার প্রায় প্রতিটি গাড়ি থেকেই সাহায্যের আশায় সেটিকে থামানোর চেষ্টা করছেন তারা। এছাড়া চলচলরত কোনো পথচারীকে পেলেও হাত পাতছেন।

এদেরই কয়েকজন জানান, ক্যাম্পে একেকটি ঝুঁপড়ি ঘরের মাসিক ভাড়া দিতে হয় তিনশ’ টাকা থেকে পাচশ’ টাকা। মিয়ানমার থেকে পালিয়ে আসার সময় সাথে অল্প যা কিছু অর্থ আনতে পেরেছিলেন তা দালালদের খপ্পরে পড়ে প্রথমেই শেষ হয়েছে। এরপরও প্রথম সপ্তাহটি কোনোরকমে কাটিয়েছেন। কিন্তু তারপর থেকে পেটের ক্ষুধা সইতে না পেরে রাস্তায় নেমেছেন সবাই।

কুতুপালং ক্যাম্পের আগের রাস্তা ধরে অনেক রোহিঙ্গা নারী-পুরুষ ছাড়া শিশুদেরকেও ভিক্ষার জন্য রাস্তার পাশে বসে থাকতে দেখা যায়। ভিক্ষারত অনেক রোহিঙ্গা জানান, তাদের খাওয়ার কোনো ব্যবস্থা নেই। এক বেলা খাওয়ার পর পরবর্তী বেলা খেতে পারবেন নাকি উপোস থাকতে হবে সেটা তারা জানেন না।

জাতিসংঘ এবং অন্যান্য এনজিওগুলোর পক্ষ থেকে কিছু ত্রাণের ব্যবস্থা করা হলেও তা খুবই অপ্রতুল বলে জানালেন এইসব রোহিঙ্গারা। তারা জানান, রাস্তার পাশে ভিক্ষাবৃত্তি করে মাঝে মাঝে অল্প কিছু আয় হলেও এমনও অনেক দিন রয়েছে যেদিন একটি টাকাও ভিক্ষা পান না। সেইদিন তাদের না খেয়েই কাটাতে হয়।

এদিকে রোহিঙ্গা প্রতিরোধ ও প্রত্যাবাসন কমিটির সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী জানান, এসব রোহিঙ্গাদের শরণার্থী ক্যাম্প ছেড়ে বের না হওয়ার নির্দেশ রয়েছে। তবু তারা বের হচ্ছেন। এখন মানুষ সাহায্য দিচ্ছে বলে তারা ভিক্ষা করতে পারছে। কিছুদিন পর ভিক্ষা না পেলে তারা চুরি-ডাকাতিতে লিপ্ত হবে। তাই রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে দিতে সরকার ও আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন

  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত
  • ফোরজির সর্বনিম্ন গতি ১০ এমবিপিএস কার্যকর হচ্ছে সেপ্টেম্বর থেকে