বাংলাদেশে বসেই রোহিঙ্গা নির্যাতনের কাহিনী শুনলেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

কক্সবাজার প্রতিনিধি: রোহিঙ্গা সঙ্কট নিরসনের উপায় খুঁজে বের করতে উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রতেনো এলপি মারসুদি। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে কুতুপালং পৌঁছান তিনি।
সেখানে নির্যাতিত রোহিঙ্গাদের সাথে কথা বলেন রতেনো এলপি মারসুদি। রোহিঙ্গাদের সাথে খোলামেলা আলাপসহ মিয়ানমারে তাদের উপর সেদেশের সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতনের কাহিনী শুনেন, কোন কোন রোহিঙ্গার কাহিনী শুনে তিনি তাদের সমবেদনা জানান।
তার সাথে ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্র সচিব শহিদুল হক, উখিয়া টেকনাফের এমপি আব্দুর রহমান বদিসহ দু’দেশের বিভিন্ন শীর্ষ কর্মকর্তারা।
এর আগে মিয়ানমারের রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করতে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো এলপি মারসুদি ঢাকায় আসেন। মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুনে সোমবার অনুষ্ঠেয় দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে তিনি ঢাকায় আসবেন বলে জানিয়েছিলো ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম।
গত ৯ অক্টোবর মিয়ানমারের সীমান্ত রক্ষা বাহিনীর তিনটি নিরাপত্তা চৌকিতে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় বেশ কয়েকজন পুলিশ সদস্য নিহত ও কয়েকজন আহত হন। এর পরপরই ওই অঞ্চলে অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী।
এদিকে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে হত্যা, নির্যাতন, ধর্ষণের অভিযোগ এনেছে। প্রাণ বাঁচাতে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছেন রোহিঙ্গারা।
এই সংক্রান্ত আরো সংবাদ

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বর্তমান ওবিস্তারিত পড়ুন

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন