বাংলাদেশে বড় আকারে ব্যবসা করতে চায় যুক্তরাষ্ট্র
বাংলাদেশে বড় আকারে ব্যবসা করতে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে তারা অর্থায়ন করতে আগ্রহ প্রকাশ করেছে। এছাড়া বিদ্যুৎ, রেলওয়ে বা পানিসম্পদের ব্যবসায়ও তারা আগ্রহী।
প্রায় এক দশক ধরে বাংলাদেশ ৬ বা এর বেশি হারে প্রবৃদ্ধি অর্জন করছে। আন্তর্জাতিক মনিটারি ফান্ডের সাম্প্রতিক এক হিসাব অনুযায়ী এ হার আগামী দুই দশক ধরে চলবে। এ প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রসহ উন্নত বিশ্বের অনেক দেশই বাংলাদেশে ব্যবসায়িক কার্যক্রম বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে।
গত মাসে যুক্তরাষ্ট্রের এক্সিম ব্যংকের চেয়ারম্যান ফ্রেড পি হকবার্গ বাংলাদেশ সফর করে আগ্রহের বার্তা জানিয়ে গেছেন। যুক্তরাষ্ট্রের এক্সিম ব্যংকের কোনও চেয়ারম্যানের এটাই ছিল প্রথম বাংলাদেশ সফর।
প্রেসিডেন্ট ওবামার মেয়াদে এক্সিম ব্যাংক যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ৬৫ কোটি ডলারের বেশি রপ্তানি করতে সহায়তা করেছে, যা আগের যে কোনও প্রশাসনের চেয়ে বেশি।
হকবার্গ বলে গেছেন, ভবিষ্যতে তিনি বিনিয়োগের আরও বেশি সুযোগ দেখছেন।
সম্প্রতি এক লেখায় তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা ‘মেড-ইন-দ্য-ইউএসএ’ মানের গুণসম্পন্ন পণ্য এবং সেবার মাধ্যমে বাংলাদেশের উচ্চাভিলাষী অবকাঠামোগত বিনিয়োগ লক্ষ্য অর্জনে সহায়তা করতে চায়। যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ, যন্ত্রপাতি, স্যাটেলাইট (কৃত্রিম উপগ্রহ) এবং বৈদ্যুতিক সরঞ্জামের খ্যাতি আছে বলেও তিনি উল্লেখ করেন।
জানা গেছে, এক্সিম ব্যাংক বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ বড় বড় নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে বিনিয়োগ করার কথা ভাবছে। প্রকল্পগুলোতে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো যেন প্রতিযোগিতামূলক অবস্থানে থাকে সে ব্যাপারে সহায়তা করবে এক্সিম ব্যাংক।
এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘হকবার্গ বাংলাদেশ সফরের সময়ে চার মন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করে যুক্তরাষ্ট্রের আগ্রহের কথা জানিয়েছেন। তারা দীর্ঘমেয়াদী কোনও প্রকল্প যেমন- বিদ্যুৎ, রেলওয়ে বা পানিসম্পদের ব্যবসায় আগ্রহী। বাংলাদেশের ভোক্তারা যুক্তরাষ্ট্রে তৈরি পণ্য ক্রয় করার মতো অবস্থায় নেই। সেজন্য তারা শিল্প পণ্যের ব্যবসা করতেও আগ্রহী।’
এই সংক্রান্ত আরো সংবাদ
সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার
বর্তমান পরিস্থিতিতে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপকবিস্তারিত পড়ুন
দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম
টানা দুই দফা কমার পর দেশের বাজারে ফের স্বর্ণের দামবিস্তারিত পড়ুন
চট্টগ্রামে দুর্ঘটনার কবলে হাসনাত-সারজিসের বহরের গাড়ি
আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে সড়কবিস্তারিত পড়ুন