বাংলাদেশে হচ্ছে না ভারত-পাকিস্তান সিরিজ
চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত-পাকিস্তানের সিরিজ নিয়ে নাটক কম হলো না। সেই নাটক এবার ভিন্ন দিকে মোড় নিয়েছে। এফটিপি (ফিউচার ট্যুর প্ল্যান) অনুযায়ী ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলার কথা ছিল ভারতের। পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট নিষিদ্ধ থাকায় তারা ভারতকে নিরপক্ষে ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে খেলার আমন্ত্রণ জানায়। কিন্তু ভারত নিরাপত্তার ইস্যু দেখিয়ে সেখানে সিরিজ খেলতে অস্বীকৃতি জানায়। উল্টো তারা ভারতে খেলতে আমন্ত্রণ জানায় পাকিস্তানকে। কিন্তু পাকিস্তান সেই প্রস্তাবে রাজি হয়নি। ফলে ভেস্তে যেতে বসেছিল ভারত-পাকিস্তান সিরিজ।
এমন সময় গুঞ্জন শোনা গেল ভারত-পাকিস্তান সিরিজ ইউএই কিংবা ভারতে নয়, অনুষ্ঠিত হবে বাংলাদেশে। কিন্তু হঠাৎ করে সেই সিদ্ধান্তও পাল্টে গেল। বাংলাদেশে নয়, ভারত-পাকিস্তান সিরিজ হবে শ্রীলঙ্কায়। তবে সেক্ষেত্রে দুটি দেশকে তাদের সরকারের কাছে থেকে অনুমতি নিতে হবে। অনুমতি দেওয়ার ক্ষেত্রে পাকিস্তান ক্রিকেট বোর্ড সবুজ সংক্ষেত পাওয়ার অপেক্ষায়। এখন ভারত সরকার সবুজ সংকেত দিলেই শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে ভারত-পাকিস্তান সিরিজ।
উল্লেখ্য, ভারত-পাকিস্তানের মধ্যে ২০১৩ সালের পর কোনো দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হয়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন