বুধবার, আগস্ট ২০, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বাংলাদেশে ১৪২ তলা টাওয়ার নির্মাণ: সাড়া মিলছে না কোন ঠিকাদারদের

রাজধানীর উপশহর পূর্বাচলে দেশের ইতিহাসে সর্ববৃহৎ ও বিশ্বের তৃতীয় সর্বোচ্চ ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ১৪২ তলা ভবনের সম্ভাব্য উচ্চতা হবে ২১৪৫ ফুট।

প্রায় ৬ হাজার কোটি টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হবে রাজউকের উপশহর পূর্বাচলে। প্রকল্পের ১৯ নম্বর সেক্টরের রাজউক ঘোষিত সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট (সিবিডি) এলাকায় এটি নির্মাণ করা হবে বলে অনেক আগেই সিদ্ধান্ত নিয়েছে সরকার।

কিন্তু ভবনটি নির্মাণে ইতোমধ্যে দুই দফা টেন্ডার আহ্বান করা হলেও তাতে অংশ নেয়নি কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান। অবশ্য রাজউক বলছে, ইতিপূর্বে ঠিকাদার না মিললেও এখন অনেক নির্মাতা প্রতিষ্ঠানই টাওয়ারটি নির্মাণে আগ্রহী। এ উদ্যোগ বাস্তবায়িত হলে এটিই হবে বিশ্বের তৃতীয় উচ্চতম ভবন।

রাজউক সূত্র জানায়, পরিকল্পনা অনুযায়ী পূর্বাচলের ১৯ নম্বর সেক্টরের সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট (সিবিডি) এলাকায় এটি নির্মাণ করার কথা। টাওয়াটিতে সাত তারকা হোটেল, শপিংমল, প্রদর্শনী কেন্দ্র, থিয়েটারসহ আধুনিক অনেক সুবিধা থাকবে।

রাজউকের এক কর্মকর্তা জানান, আইকন টাওয়ার নির্মাণে সব প্রক্রিয়া সম্পন্ন করে ২০১৬ সালের মার্চ ও মে মাসে দুদফা টেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও কোনো ঠিকাদারি প্রতিষ্ঠানের সাড়া পাওয়া যায়নি। আগামীতে ঠিকাদার পাওয়া না গেলে টাওয়ারটির নির্মাণ পরিকল্পনায় পরিবর্তন আনতে পারে সরকার। সেক্ষেত্রে ১৪২ তলার পরিবর্তে ৭১ তলাবিশিষ্ট দুটি টাওয়ার (টুইন টাওয়ার) নির্মাণের সিদ্ধান্ত আসতে পারে।

এ প্রসঙ্গে রাজউকের সদস্য (উন্নয়ন ও পরিকল্পনা) মো. আবদুর রহমান বলেন, টাওয়ারটির নির্মাণকাজ বাস্তবায়ন নিয়ে সংশ্লিষ্টরা চিন্তাভাবনা করছেন। গত সোমবার অর্থমন্ত্রীর সভাপতিত্বে একটি বৈঠকও হয়েছে এ বিষয়ে। বৈঠকে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার, গণপূর্ত সচিব, রাজউক চেয়ারম্যানসহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে টাওয়ারটি নির্মাণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

তিনি আরও বলেন, অতীতে টেন্ডার আহ্বান করে ঠিকাদার পাওয়া না গেলেও এখন পাওয়া যাবে। ইতিপূর্বে টাওয়ারটি নির্মাণের বিষয়ে তেমন প্রচারণা ছিল না বলে অনেক ঠিকাদারি প্রতিষ্ঠান অবগতই ছিল না। এখন বেশ কয়েকটি প্রতিষ্ঠান টাওয়ারটি নির্মাণে আগ্রহ প্রকাশ করছে।
বর্তমানে বিশ্বের সর্বোচ্চ ভবন নির্মিত হচ্ছে সৌদি আরবের জেদ্দায়। দুই শ’ তলা এই ভবনের উচ্চতা হবে ৩২৮০ ফুট। দ্বিতীয় সর্বোচ্চ ভবন ২০১০ সালে নির্মিত হয়েছে দুবাই। ১৬৩তলা এই ভবনের উচ্চতা ২৭১৭ ফুট।

এ ছাড়াও বিশ্বের অন্যান্য সুউচ্চ ভবনের মধ্যে রয়েছে সাংহাইয়ের ১২৩তলা সাংহাই টাওয়ার এবং সৌদির মক্কায় ১২০তলা মক্কা রয়াল ব্লক টাওয়ার। প্রতিবেশী দেশ ভারতের মুম্বাইতে ১১০তলা একটি ভবন নির্মাণের প্রক্রিয়া চলছে ইতিমধ্যে।

লন্ডন, আমেরিকা নয়, এবার পৃথিবীর দ্বিতীয় সর্বচ্চ ১৪২ তলা ভবন নির্মাণ হচ্ছে বাংলাদেশে (ভিডিও)

এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা

দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি

ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?

এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন

  • শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
  • কলম্বোর সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে চায় ঢাকা
  • রিজভী: দলের কেউ অপরাধ করলে কঠোর ব্যবস্থা
  • শফিকুর রহমান: পরিপূর্ণ সংস্কার ও নির্বাচন আদায় করে ছাড়বো
  • যুদ্ধবিরতির ‘খুব কাছাকাছি’ হামাস-ইসরায়েল
  • টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড-অর্থদণ্ড
  • ঝিনাইদহে আদালত চত্বরে মামলার স্বাক্ষীকে মারধর
  • ২০২৪ সালে ‘ডামি নির্বাচন’ হয়েছে, আদালতে স্বীকার করলেন হাবিবুল আউয়াল
  • দেড় কোটি বাংলাদেশি প্রবাসীকে ভোটার করতে আইনি নোটিশ
  • দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের অনিয়ম তদন্তে কমিটি
  • খামেনি: ইরান আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে
  • জুলাই স্মৃতি উদ্‌যাপনে কর্মসূচি ঘোষণা