বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের টিকেট মিলবে সহজ ডটকমে

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের টিকেট পাওয়া যাবে অনলাইনে পণ্য বেচাকেনার (ই-কমার্স) ওয়েবসাইট সহজ ডটকমে (www.shohoz.com)।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে বিসিবির বিপণন কমিটির চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ জানান, আজ বিকেল থেকে অনলাইনে টিকেট বিক্রি শুরু হবে। টিকেট কিনতে চাইলে মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্র দরকার হবে। তিনি জানান, নগদ টাকা দিয়ে টিকেট কেনা যাবে না। ক্রেডিট কার্ড ও মোবাইল ফোনে অর্থ পরিশোধের মাধ্যমে টিকেট কিনতে হবে।
সংবাদ সম্মেলনে সহজ ডটকমের ব্যবস্থাপনা পরিচালক মালিহা এম কাদের জানান, টিকেট সংগ্রহ করতে হবে বেসরকারি ক্রীড়াপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ‘লোটো’র ঢাকার সাতটি শোরুম থেকে।
সংবাদ সম্মেলনে বিসিবির পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের বিভিন্ন সিরিজে ব্যাংকের মাধ্যমে টিকেট দেওয়া হতো। এতে নানা রকম ঝামেলা তৈরি হতো। এসব পরিস্থিতি বিবেচনায় এবার অনলাইনে টিকেটের ব্যবস্থা করা হয়েছে।
২৫ সেপ্টেম্বর প্রথম ওয়ানডের মধ্য দিয়ে এ সিরিজ শুরু হবে। ২৮ সেপ্টেম্বর ও ১ অক্টোবর বাকি দুই ম্যাচ হবে।
এই সিরিজে বাংলাদেশ দলের কিটস পার্টনার হয়েছে মিনা বাজার। বেভারেজ পার্টনার প্রাণ আপ। আর অফিশিয়াল পানীয় ফ্রেশ।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন