বাংলাদেশ-ওমান ফাইনাল আগামীকাল
গ্রুপ পর্বে দুদলই জিতেছে একটি করে ম্যাচ। বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট টেবিলে দুদলের যোগ হয়েছে আরও একটি করে পয়েন্টে। বাংলাদেশ-ওমান দুদলেরই পয়েন্ট এখন ৩। এই দুই দল শীর্ষস্থানে থাকায় বিদায় নিতে হয়েছে আয়ারল্যাণ্ড ও নেদারল্যান্ডকে।
বিশ্বকাপের মূল পর্বে যাওয়ার চূড়ান্ত লড়াইটা হবে বাংলাদেশ ও ওমানের মধ্যে। ১৩ মার্চ রবিবার এই দুই দলের মুখোমুখি লড়াইটাই এখন পরিণত হয়েছে ‘ফাইনালে’।
এই ম্যাচে যে দল জিতবে তারাই বিশ্বকাপের মূল পর্বে খেলবে। আর যারা হেরে যাবে তাদের টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে। তবে বৃষ্টির কারণে খেলা যদি পরিত্যক্ত হয় তাহলে রানরেটে এগিয়ে থাকায় মূল পর্বের টিকিট পেয়ে যাবে বাংলাদেশ।
প্রথম ম্যাচে নেদারল্যান্ডকে ৮ রানে হারিয়ে বিশ্বকাপের মূল আসরে যাওয়ার শুভ সূচনা করে বাংলাদেশ। অন্যদিকে আয়ারল্যান্ডকে ২ উইকেটে হারিয়ে চমক সৃষ্টি করে ওমান। শুক্রবার নেদারল্যান্ড-ওমান ও বাংলাদেশ-আয়ারল্যান্ডের ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। এর ফলে তিন পয়েন্ট করে টেবিলের প্রথম ও দ্বিতীয় স্থানে যায় বাংলাদেশ ও ওমান।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন