বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম ম্যাচ ১১ জানুয়ারি
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের শেষবারের মত ঝালিয়ে নিতে ওয়েস্ট ইন্ডিজকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ।
এতে সাড়া দিয়েছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দেশটি। আগামী ৮ জানুয়ারি ঢাকায় আসবে ওয়েস্ট ইন্ডিজের যুবা দল।
বাংলাদেশের সঙ্গে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। ১১ জানুয়ারি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দল। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এ ম্যাচ অনুষ্ঠিত হবে।
সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৪, ১৬ জানুয়ারি। দুটি ম্যাচই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এরই মধ্যে বিশ্বকাপের জন্যে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। এই দলটিই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে। আগামী ৪ জানুয়ারি টিম ম্যানেজম্যান্টের কাছে রিপোর্ট করবে মেহেদী হাসান মিরাজের দল। ৫ জানুয়ারি থেকে প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ। এদিন জুনিয়র টাইগারদের দলে যোগ দিবেন পরামর্শক স্টুয়ার্ট ল।
বিশ্বকাপের মূল পর্ব শুরু হবে ২৭ জানুয়ারি থেকে। ২২ জানুয়ারি শুরু হবে প্রস্তুতি ম্যাচ।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন