বাংলাদেশ ও নেপাল সাংবাদিকরা শিগগির সফর বিনিময় করবে : ইনু
তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, বাংলাদেশ ও নেপালের সাংবাদিকেরা খুব শিগগির একে অন্যের দেশ সফর করবে এবং তাদের এ সফরের মধ্য দিয়ে দু’দেশের মধ্যে যোগযোগ আরো বৃদ্ধি পাবে।
মন্ত্রী আজ সাংবাদিকদের বলেন, যোগাযোগ শুধু মাত্র ভূমিতেই হবে না, এই যোগাযোগ মিডিয়া যোগযোগ ও সফর বিনিময়ের মধ্য দিয়ে হতে পারে।
তথ্যমন্ত্রী আজ সচিবালয়ে নেপালী তথ্যমন্ত্রী সুরেন্দ্র কুমার কারকির সঙ্গে বৈঠক শেষে বাসস’র সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
নেপালী মন্ত্রীও একই মনোভাব ব্যক্ত করে বলেন, দু’দেশের মধ্যে ভাষাগতসহ অনেক বিষয়ে অভিন্ন মিল রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দু’দেশের মধ্যে যোগযোগ বাড়াতে হবে। দু’মন্ত্রীই বলেন, বেতার ও টেলিভিশন প্রোগ্রাম এবং সংবাদ নিয়মিত বিনিময়ে তারা নীতিগত ভাবে একমত হয়েছেন।
তারা বলেন, শিক্ষা সহযোগিতা সবোর্চ্চ অগ্রাধিকার পাবে। বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজে চার হাজার নেপালী শিক্ষার্থী লেখা পড়া করছে। তারা বলেন, আমরা এই সহযোগিতা উচ্চ পযার্য়ে নিয়ে যাব।
নেপালের মন্ত্রী বাংলাদেশের শিক্ষকদের প্রশংসা করে বলেন, তারা আমাদের স্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এ সময় নেপালী মন্ত্রীর সঙ্গে ছিলেন, ঢাকায় নিযুক্ত নেপালের চার্জ দ্যা এ্যাপেয়ার্স ধন বাহাদুর ওলি, এবং মন্ত্রীর ব্যাক্তিগত সচিব রাম চন্দ্র বাসিনেট এবং বাংলাদেশী তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে ছিলেন তাঁর ব্যাক্তিগত সচিব ড. মাহমুদ হাসান।
এই সংক্রান্ত আরো সংবাদ
সায়েন্সল্যাব এলাকা থেকে সিটি কলেজ সরিয়ে নেওয়ার দাবি ঢাকা কলেজের
ঢাকার সায়েন্সল্যাব মোড় এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন
ড. ইউনূস: আমাদের শিক্ষাব্যবস্থা চাকরিপ্রার্থী তৈরি করে, এটি ত্রুটিপূর্ণ
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “মানুষ জন্মগতভাবে উদ্যোক্তা।বিস্তারিত পড়ুন
আইসিটি অধ্যাদেশ অনুমোদন, ধারণ করা যাবে বিচার প্রক্রিয়ার অডিও-ভিডিও
‘‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (সংশোধন) অধ্যাদেশ ২০২৪’’ এর খসড়া চূড়ান্ত অনুমোদনবিস্তারিত পড়ুন