বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডে ৩৪ পদে নিয়োগ
জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের প্রধান কার্যালয় ও বিভাগীয় কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সাত ধরনের ৩৪টি পদে বাংলাদেশি নাগরিকদের এই নিয়োগ দেওয়া হবে।
পদসমূহ
সহকারী পরিচালক পদে চারজন, সহকারী কর্মকর্তা পদে একজন, সহকারী প্রোগ্রামার পদে ছয়জন, পরিবহন অফিসার পদে একজন, কম্পিউটার অপারেটর পদে আটজন, ক্যাশিয়ার পদে একজন এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ১৩ জনকে এই নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
পদগুলোতে আবেদনের জন্য পদমর্যাদা অনুযায়ী উচ্চ মাধ্যমিক থেকে স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষগত যোগ্যতা থাকতে হবে। কয়েকটি পদের জন্য অভিজ্ঞতা চাওয়া হয়েছে। কম্পিউটার অপারেটর, ক্যাশিয়ার ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে বিজ্ঞপ্তিতে উল্লেখিত জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না। তবে মুক্তিযোদ্ধা কোটাধারী ও প্রতিবন্ধীদের জন্য এই নিয়ম শিথিল করা হয়েছে।
বয়স
প্রার্থীর বয়স ২০১৬ সালের ৩১ ডিসেম্বর অনুযায়ী সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা কোটাধারী ও প্রতিবন্ধীদের জন্য বয়স সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত গ্রহণযোগ্য।
বেতন
নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে সরকারি বেতন ক্রম-২০১৫ অনুযায়ী নয় হাজার ৩০০ থেকে ৫৩ হাজার ৬০ টাকা পর্যন্ত।
আবেদন প্রক্রিয়া
আবেদন করার নির্ধারিত ফরম পূরণ করে আবেদন করতে হবে। আবেদন করার ফরম পাওয়া যাবে ‘www.bkkb.gov.bd’ ওয়েবসাইটে। আবেদনপত্রের সঙ্গে ‘মহাপরিচালক, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, ঢাকা’র অনুকূলে ৩০০ টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার সংযুক্ত করতে হবে। আবেদন করার সুযোগ থাকছে ৩১ জানুয়ারি, ২০১৭ তারিখ বিকেল ৫টা পর্যন্ত।
বিস্তারিত জানতে দৈনিক যুগান্তর পত্রিকায় ২৯ ডিসেম্বর, ২০১৬ প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখুন :
এই সংক্রান্ত আরো সংবাদ
ব্যাংকে নিয়োগঃ ১৬৬৩ পদে চাকুরী
ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ব্যাংকের মধ্যে সাতটি ব্যাংক একযোগে নিয়োগবিস্তারিত পড়ুন
বিভিন্ন পদে নিয়োগ দেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর
শূন্য পদে জনবল নিয়োগ দেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরাধীন এডুকেশনবিস্তারিত পড়ুন
রেডিও জকি (আরজে) পদে নিয়োগ দেবে প্রাণ-আরএফএল।
প্রাণ-আরএফএল গ্রুপ রেডিও জকি (আরজে) পদে নিয়োগ দেবে। যোগ্যতা :বিস্তারিত পড়ুন