বাংলাদেশ কোনো রাজাকারের হতে পারে না
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, বাংলাদেশ কোনো রাজাকারের হতে পারে না। যারা রাজাকার, তারা বাংলাদেশের নয়, বাংলাদেশ স্বাধীনতাকামী ও বাঙালিদের। গতকাল বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া কুমারখালীর শিলাইদহে বিশ্বকবি রবীন্দ্রনাথের কুঠিবাড়ী পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।
দুই বিদেশি হত্যাকাণ্ডে বিএনপি নেতাকর্মীদের জড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য আজগুবি, কাল্পনিক ও অসত্য বলে দাবি করেছে বিএনপি, এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে বলেছেন ঘটনা সেভাবেই ঘটেছে। সরকারকে বেকায়দায় ফেলতে একটি বিশেষ শক্তি এ কাজ করছে। একটু অপেক্ষা করুন স্বরাষ্ট্রমন্ত্রী এর ব্যাখ্যা দেবেন।
বিদেশিদের হত্যার পর পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের আনাগোনা কমেছে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী তার সঙ্গে থাকা বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরণকে দেখিয়ে বলেন, নিরাপত্তা নিয়ে বিদেশিরা খুব বেশি চিন্তিত নয়।
এসময় ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ১৯৭১ সাল থেকেই তিনি বাংলাদেশকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন। সম্প্রতি বাংলাদেশ সফরে এসে তিনি শিলাইদহতে একটি স্থাপনা নির্মাণের ইচ্ছা প্রকাশ করেন। সেই সূত্র ধরেই ভারত সরকারের অর্থায়নে শিলাইদহে স্থাপনা নির্মাণের প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এরই মধ্যে স্থাপনার নকশা তৈরি করা হয়েছে। দ্রুত এ প্রকল্প বাস্তবায়িত হবে।
এসময় ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরণ ছাড়াও কুষ্টিয়ার কুমারখালী- খোকসা আসনের সংসদ সদস্য আব্দুর রউফ, খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান সদরউদ্দিন খান, কুমারখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান ও জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে তারা কুঠিবাড়ীর ঐতিহাসিক বকুল তলায় বসে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় রবীন্দ্র সঙ্গীত আসরে যোগ দেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ঢাকা-খুলনা রেল আংশিক চালু হয়েছে সুদীর্ঘ্য ১২ ঘণ্টা পর !
অবশেষে প্রায় ১২ ঘন্টা পর কুষ্টিয়ার পোড়াদহে ট্রেন লাইনচ্যুত হওয়ারবিস্তারিত পড়ুন
১৫ হাজার কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা
কুষ্টিয়ার খোকসা উপজেলায় হিজলাবট এলাকায় গড়াই নদের চরে কলাগাছ লাগিয়েছিলবিস্তারিত পড়ুন
কুষ্টিয়ায় বজ্রপাতে শিশুসহ ৫ জনের মৃত্যু
বজ্রপাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার খোলা মাঠে শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।বিস্তারিত পড়ুন