সোমবার, এপ্রিল ২১, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নেয়ার একজন নেতা মাশরাফি ভাই’

ওয়ানডে দলের দায়িত্ব নেওয়ার পর থেকেই বাংলাদেশ দল বদলে গেছে। কেবল অধিনায়কত্ব দিয়েই যে দলকে জেতানো যায় সেটি বাংলাদেশের ক্রিকেটকে প্রথম দেখিয়েছেন মাশরাফি। মাশরাফির নেতৃত্বে বিশ্বকাপ থেকেই বদলে যেতে শুরু করে দলটি। সম্পূর্ণ প্রতিকূল পরিবেশেও শেষ আটে জায়গা করে নেওয়ায় দলটির মানসিকতায় ব্যাপক পরিবর্তন ঘটে।

হঠাৎ আত্মবিশ্বাসের গ্রাফটা ঊর্ধ্বমুখী হয়ে যায়। তারপর ঘরের মাটিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ, ভারত ও দকিণ আফ্রিকাকে সিরিজ হারিয়ে সেই আত্মবিশ্বাসের পালে লাগে বাড়তি হাওয়া। আর তাইতো এই অধিনায়কের প্রশংসায় পঞ্চমুখ সাবেক থেকে বর্তমান সব ক্রিকেটারই।

বাদ যাননি এনামুল হক বিজয়ও। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের এবারের মৌসুমে নিজের তৃতীয় ম্যাচে এসেই দেখা পান সেঞ্চুরির। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি স্তুতি শোনা গেল তার মুখে। জানালেন, মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশ দলের অগ্রযাত্রার নেতা।

বললেন, ‘মাশরাফি ভাই সবসময় অনুপ্রেরনাদায়ক। এটা সবসময় বলতেই হয়। যত মানুষই আসুক ভবিষ্যতে ওনাকে সবাই স্যালুট করবেই। মাশরাফি ভাই বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নেয়ার মত একজন নেতা বলতে পারেন।’

সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে কলাবাগান ক্রিকেট একাডেমীর বিপক্ষে বিজয়ের সেঞ্চুরিতে ভর করেই সহজ জয় পায় ভিক্টোরিয়া। এ ম্যাচ দেখতে গ্যালারিতে উপস্থিত ছিলেন বাংলাদেশের রঙিন দলের অধিনায়ক মাশরাফি। তার সামনেই ম্যাচ জেতানো সেঞ্চুরি করেন বিজয়। গ্যালারি থেকে বিজয়কে তালি দিয়ে উৎসাহও দিয়েছেন মাশরাফি।

বললেন, ‘হাফ সেঞ্চুরির পরে তিনি যখন তালি দিলেন তখন ভালো লেগেছে। এমন না যে আমাকে নির্বাচনের জন্য করেছে। এমনকি সেঞ্চুরি করার পর যখন মাশরাফি ভাই সুমন ভাইর দিকে তাকায় তখনও এমন কিছু মনে হয়নি। আমি সবসময়ই দিন দিন উন্নতি করার চেস্টা করি। আর এমনটি ভাবি দেখেই মনে হয় ফলটা ভাল ছিল।’

বাজে পারফরম্যান্সের কারণে এই মুহুর্তে দলের বাইরে এনামুল হক বিজয়।২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপের পর আর কখনওই ওয়ানডে দলে জায়গা হয়নি তার।বাদ পড়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) চুক্তি থেকেও। জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টিও খেলেছেন গেল বছর নভেম্বরে। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও ছিলেন দলের বাইরে।

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরু হওয়ার আগে জানিয়েছিলেন, নিজের হারানো জায়গা ফিরে পেতে মরিয়া তিনি। প্রিমিয়ার লিগের শুরু থেকেই হাসছে জাতীয় দলের এই ওপেনারের ব্যাট। প্রথম ম্যাচে প্রাইম ব্যাংল ক্রিকেট ক্লাবের বিপক্ষে করেন ৬৭ রান। দ্বিতীয় ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে করেন ৪২ রান। নিজের তৃতীয় ম্যাচে এসে দেখা পেলেন সেঞ্চুরির।

এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল

বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন

রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন

  • আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
  • কিস্তিতে খেলোয়াড়দের বকেয়া শোধ করবে ‘দুর্বার রাজশাহী’
  • টানা ৮ ম্যাচ জেতার পরও এলিমিনেটরে হেরে রংপুরের বিদায়
  • বড় জয়ে সেরা আটে থাকার আশা বাঁচিয়ে রাখল রিয়াল
  • নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
  • প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
  • নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকির পর এবার বয়কটের ডাক
  • বাংলাদেশ-ভারত সিরিজে থাকবেন তামিম!
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির