বাংলাদেশ ক্রিকেট দলের কোচ হতে আগ্রহী সুজন

বাংলাদেশ ক্রিকেটে অনেক ভূমিকাতেই দেখা গেছে খালেদ মাহমুদ সুজনকে। বোর্ড পরিচালক তিনি, ঘরোয়া ক্রিকেটে কোচিং করান। জাতীয় দলের টিম ম্যানেজার হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন, আবার নির্বাচক প্যানেলেও আছেন তিনি।
ঘরোয়া ক্রিকেটে কোচ হিসেবে বরাবরই সফল জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ডাইনামাইটসের হয়ে কোচ হিসেবে জিতলেন শিরোপা। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক এবার স্বপ্ন দেখছেন জাতীয় দলের কোচ হওয়ার।
বিপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর শুক্রবার রাতে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘কোচিং আমার প্যাশন। আমি সবসময় বলেছি, যত কিছুই করি, কোচিংটা সবচেয়ে ভালোবাসি এবং এটি কখনোই ছাড়ব না। সবসময় বলেছি, আমি বাংলাদেশ দলের কোচ হতে চাই। কবে পারব বা আদৌ পারব কিনা, জানি না। তবে যতদিন পারি, শরীর যতদিন ফিট থাকে, আমি চেষ্টা করে যাব।’
কোচ হিসেবে ক্যারিয়ারটা যথেষ্ট বর্ণাঢ্য সুজনের। আবাহনী কিংবা প্রাইম ব্যাংকের মতো বড় দলগুলোর হয়ে তিনি জিতেছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শিরোপা। আর এবার সুজন কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনেদের মতো কিংবদন্তি থেকে শুরু করে ডোয়াইন ব্রাভো, আন্দ্রে রাসেল, রবি বোপারা, উঠতি এভিন লুইসদেরও কোচিং করিয়েছেন তিনি।
সুজন মনে করছেন, এটা তার জন্য বড় একটা শিক্ষা। তিনি বলেন, ‘এই মানের এত ক্রিকেটারের সঙ্গে কাজ করলে, কথা বললে অনেক কিছু শেখা যায়। ক্রিকেটে তো শেখার শেষ নেই।’
বরাবরের মতো এবারও বড় বাজেটের দল গড়েছিল ঢাকা ডাইনামাইটস। তাই বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চ্যাম্পিয়ন হওয়ার অদৃশ্য এক চাপ ছিল তাদের ওপর। সেই চাপ জয় করে চ্যাম্পিয়ন হয়ে গেছে দলটি। সেই চাপ জয়ের রহস্যটাও জানালেন সুজন।
তিনি বলেন, ‘আপনারাই সবসময় লিখেছেন, বলেছেন যে আমি লড়াকু, ‘ফাইটার’। লড়াই করার ব্যাপারটি অনেক কম বয়স থেকেই আছে ভেতরে। আমি সবসময় একটু ছোট দল নিয়ে কাজ করতে ভালোবাসি। এবার দায়িত্ব ছিল সবচেয়ে বড় দলের। চাপ ছিল অবশ্যই, চ্যাম্পিয়ন হতে চেয়েছি আমরা। তবে আমি এখন এতটুকু পরিণত যে এই চাপ সামলাত পারি।’
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন