বাংলাদেশ ক্রিকেট দলের বড় ভুল ধরলেন জয়াবর্ধনে
এই মুহূর্তে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে বাংলাদেশে অবস্থান করছেন শ্রীলঙ্কান কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনে। খেলছেন ঢাকা ডায়নামাইটসের হয়ে। এই মধ্যে দেশের একটি দৈনিকে দেয়া এক সাক্ষাতকারে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রশংসায় মাতেন তিনি। তার সাথে টাইগারদের দুর্বলতা সর্ম্পকেও বলেছেন তিনি।
বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে জয়াবর্ধনে বলেন, ‘আমি মনে করি, গেল চার বছরে বাংলাদেশ অনেকদূর এগিয়েছে। অবশ্যই লঙ্কান কোচ ও তার সহকর্মীরা অনেক সহযোগিতা করেছে। এটা শক্ত ভিত। তারা অনেক ভালো সুযোগ তৈরি করেছে, কাজে লাগিয়েছে এবং পুরস্কার তথা ভালো ফলও পেয়েছে।
তিনি বলেন, দলে এখনো তামিম, মাশরাফি, সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহর মতো ক্রিকেটার রয়েছে, সেটা ভুলে গেলে চলবে না। এদের অবদান অনেক।’
ক্রিকেটের তিন ফরম্যাটের সবচেয়ে ছোট ফরম্যাটে বাংলাদেশের দুর্বলতা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন জয়াবর্ধনে। একই সঙ্গে এই ফরম্যাটে কেন ধারাবাহিকতা প্রয়োজন, সেটাও ব্যাখ্যা করেন।
তিনি বলেন, ‘আপনি যদি কিছু ব্যাপার দেখেন…ধরুন টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা, সেখানে বাংলাদেশ দল ভালোভাবে শেষ করতে পারে নি। এটা নিয়ে বাংলাদেশ সমালোচনার মুখে পড়েছে। এক্ষেত্রে ধারাবাহিকতা প্রয়োজন। এছাড়া বিশ্বাস রাখাটা খুব জরুরি। সেটা ইংল্যান্ডের বিপক্ষে শেষ সিরিজেও। তাদের (বাংলাদেশ) উচিত ছিল প্রথম টেস্ট ম্যাচ আর প্রথম ওয়ানডে জেতা। সত্যি বলতে, ওয়ানডে সিরিজই জেতা উচিত ছিল। এক্ষেত্রে অভিজ্ঞতা অনেক বড় ব্যাপার। এই দিকগুলোতে কাজ করার কিছু জায়গা আছে বলে মনে করি। তবে এটা সত্যি যে বাংলাদেশ ক্রিকেটের বিশাল উত্থান হয়েছে।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন