বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘শত প্রতিকুলতা ও ষড়যন্ত্র উপেক্ষা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ ঘুরে দাঁড়িয়েছে।
শুক্রবার বিকেলে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্বোধন শেষে বাদাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু নিয়ে অনেক ষড়যন্ত্র করা হয়েছে। সে ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেদের অর্থায়নে পদ্মা সেতুর কাজ হচ্ছে। শুরু হয়েছে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর।’
তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ জঙ্গিবাদ পছন্দ করে না। তারা জঙ্গিবাদকে ঘৃণা করে। তাই এদেশে জঙ্গিবাদের স্থান নেই।’
মন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় এসে ৩ হাজার মেগাওয়াটের চেয়েও কম বিদ্যুৎ পেয়েছিল। বর্তমানে বিদ্যুৎ সঞ্চালন লাইনে ১১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ চলছে।’
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অর্থ ও পরিকল্পনা এম এ মান্নান, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ ও মৌলভী বাজার সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুন নাহার বেগম প্রমুখ।
এর আগে মন্ত্রী জেলার ধর্মপাশা উপজেলার লায়েছ ভূইয়া উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন