বাংলাদেশ চার পেসার নিয়ে মাঠে, বিপাকে ভারত!

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে বাংলাদেশের এশিয়া কাপের ম্যাচের জন্য প্রস্তুত করা হয়েছে সবুজ উইকেট। পেসাররা এই উইকেটে আগুন ঝড়াতে পারবেন, এমন ভাবনা থেকে বাংলাদেশও ভারতের মুখোমুখি হয়েছে চারজন পেসার নিয়ে।
অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সঙ্গে বাংলাদেশের পেস আক্রমণে আছেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও আল-আমিন হোসেন। স্পিন আক্রমণে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তো আছেনই, সেই সঙ্গে মাহমুদউল্লাহ ও সাব্বির রহমানও আছেন পার্ট টাইম স্পিনার হিসেবে।
এ বছরের শুরুতে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মাঠের বাইরে থাকার পর এশিয়া কাপের দলে ডাক পেলেও ভারতের বিপক্ষে মাঠে নামা হচ্ছে না নাসির হোসেনের। তামিম ইকবালের অনুপস্থিতিতে সৌম্য সরকারের সঙ্গে বাংলাদেশের ব্যাটিং শুরু করবেন ইমরুল কায়েস। ২০১৪ সালের পর আবার টি-টোয়েন্টি খেলতে যাচ্ছেন মোহাম্মদ মিথুন।
বাংলাদেশ দল : ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, আল-আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন