বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ শুরুতে বিগ্ন

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ শুরু হতে কিছুটা বিলম্ব হচ্ছে। ২.৩০ মিনিটে টস হওয়ার কথা থাকেলও পেছানো হয়েছে কিছুটা সময়। সকাল থেকেই আবহাওয়া খারাপ থাকার কারণেই টস পিছিয়ে দেয়া হয়েছে।
চার ম্যাচ টি–টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ইতিমধ্যে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে টাইগাররা। এবার এক ম্যাচ হাতে রেখে এদিন সিরিজ জয় নিশ্চিত করতে চায় মাশরাফি বাহিনী। অন্য দিকে সফরকারীরা চায় ম্যাচ জিতে সিরিজে টিকে থাকতে।
এ ম্যাচে আল আমিন আর মুস্তাফিজ না থাকায় বিপিএলের আবিস্কার তরুন তুর্কী আবু হায়দার রনির দলে আসাটা প্রায় নিশ্চিত। আর একটি পেসারের জায়গায় তাসকিন আর শহীদ- এ দুজনের মধ্যে হবে লড়াই। আর বিপিএল এর ধারাবাহিক পারফরম্যান্সের এর ফলে তামিমের পরিবর্তে ইমরুল কায়েসকেও দেখা যেতে পারে একাদশে।
চমক আসতে পারে আরও একটি। সেটা মোসাদ্দেক হোসেনের জন্যই হয়তো। এই তরুণ তুর্কীকে পরখ করে নেয়ার জন্য সবচেয়ে বড় চমকটি উপহার দিতে পারে টিম ম্যানেজমেন্ট। মুশফিকের পরিবর্তে দলে ঢোকার সম্ভাবনা রয়েছে সৈকতের। শুভাগত হোমের জায়গায় দলে আসার সম্ভাবনা রয়েছে আরাফাত সানির।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন