বাংলাদেশ জেতার জন্য খেলবে : সাকিব

বাংলাদেশ জেতার জন্য খেলবে। এজন্য সবাইকে অনেক ভালো খেলতে হবে। সেই মোতাবেক প্রস্তুতি নেয়া হচ্ছে।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনে এসে এসব কথা বললেন সাকিব আল হাসান।
তিনি বলেন, ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে প্রায় ১৫ মাস পর সাদা পোশাকে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। তাই এ সিরিজে বেশ কঠিন পরীক্ষাই দিতে হতে পারে টাইগারদের। তবে বিষয়টি মাথায় রেখেই প্রস্তুতি নেয়া হচ্ছে।
বিশ্বসেরা অলরাউন্ডার বলেন, উইকেটের ওপর অনেক কিছু নির্ভর করবে। আমরা দেশের মাটিতে যখন খেলি সাধারণত চেষ্টা করা হয় ফ্ল্যাট উইকেট বানানোর, যাতে করে ব্যাটসম্যানরা রান পান। তবে যদি কখনো স্পিনার কিংবা পেসারদের সুযোগ দেয়া হয় আমার মনে হয়, আমাদের বোলারদের ২০ উইকেট নেয়ার যোগ্যতা আছে।
নিজের ওপর কোনো চাপ নেই উল্লেখ করে সাকিব বলেন, আমার যে দায়িত্বটা আছে, আমি চেষ্টা করছি তা পালন করার।
এদিকে দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বলেন, বাংলাদেশ এখন অনেক পরিণত দল। বিশেষ করে ঘরের মাঠে ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে টাইগাররা। তাই ইংল্যান্ড ভালো দল হলেও এ সিরিজে জয়ের জন্যই মাঠে নামবে তামিমরা।
আসছে বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টে বাংলাদেশের মুখোমুখি হবে ইংল্যান্ড।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন