বাংলাদেশ থেকে এ পর্যন্ত ৪৯,৫৪৫ হজযাত্রী মক্কায় গিয়েছে

বাংলাদেশ থেকে এ বছর মোট এক লাখ এক হাজার ৭৫৮ জন হজযাত্রী মক্কায় যাওয়ার কথা কিন্তু এখন পর্যন্ত অধের্ক অর্থাৎ ৪৯,৫৪৫ হজযাত্রী মক্কায় গিয়েছে । সরকারি সূত্র আজ এ খবর জানায়।
বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের একজন মুখপাত্র সাংবাদিকদের জানান, এ বছর মোট এক লাখ এক হাজার ৭৫৮ হজ করতে সৌদি আরব গেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ার লাইন্স ৪ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত ৪৯ হাজার ৫৪৫ জনকে পরিবহন করেছে। বিমানের জনসংযোগ বিভাগের জেনারেল ম্যানেজার খান মুশাররফ হোসেন আরো বলেন, বিমান এ বছর সফলভাবে ঢাকা থেকে হজ যাত্রীদের নিধার্রিত ফ্লাইটে জেদ্দায় পৌঁছে দিয়েছে। তিনি বলেন, পবিত্র হজ শেষে হাজীদের নিয়ে ফিরতি ফ্লাইট ১৭ সেপ্টেম্বর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত জেদ্দা থেকে ঢাকা আসবে।
ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এ বছর সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ১৮৩ জন হজযাত্রী সৌদি আরব গিয়েছেন। বাকি ৯৫ হাজার ৬১৪ জন হজযাত্রী হজ এজেন্সির সহায়তায় বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি আরব গিয়েছেন। এ বছর বিমান বাংলাদেশ এয়ার লাইন্স এবং সৌদি এয়ার লাইন্স ৯৫ হাজার ৬১৪ জন হজযাত্রী বহনকারী ১৪৪ বিজি এবং ১৫৫এসভিসহ ২৯৯ ফ্লাইট পরিচালনা করেছে। আগামী ১১ সেপ্টেম্বর পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন