বাংলাদেশ থেকে পুরুষ গৃহকর্মী নেবে সৌদি আরব
সৌদি আরবের রিয়াদে ৪৯তম সাধারণ অধিবেশনে বাংলাদেশ থেকে ছেলে গৃহকর্মী নেওয়ার অনুমোদন দিয়েছে দেশটির শুরা কাউন্সিল। সোমবার এই অনুমোদন দেয় তারা।
সৌদি আরবের এমন সিদ্ধান্তের প্রেক্ষিতে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত গোলাম মসী বলেন, এই সিদ্ধান্ত দুই দেশের জন্যই উপকারী। ছেলে গৃহকর্মীদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো উন্নত করবে।
গত বছরের ফেব্রুয়ারি থেকে সৌদি আরবে নারী গৃহকর্মী নিয়োগ দিচ্ছে বাংলাদেশ। সৌদি আরবে কর্মরত ১.৩ মিলিয়ন মানুষের মধ্যে ৬২ হাজার জনই গৃহকর্মে নিয়োজিত। গড়ে প্রতিমাসে প্রায় ৬ হাজার নারী গৃহকর্মী পাড়ি জমায় সৌদি আরবে।
গোলাম মসী জানান, পুরো সৌদি আরবে প্রায় ৪৮ রকম কাজে নিয়োজিত রয়েছে বাংলাদেশিরা। সৌদিতে আরো বেশি ছেলে কর্মী পাঠানোর ব্যাপারে কিছুদিন ধরেই কাজ চললো। দুই দেশই তাদের নিজেদের মধ্যেকার সম্পর্ক বিশেষ করে জনসম্পদ বিষয়ে সম্পর্ক আরো উন্নয়নে প্রতিজ্ঞাবদ্ধ।
এই জানুয়ারিতে সৌদিতে আরো বেশি বাংলাদেশি গৃহকর্মী পাঠানোর ব্যাপারে যৌথভাবে সিদ্ধান্ত গ্রহণ করে সৌদি আরব এবং বাংলাদেশ।
মসী আরো জানান, বাংলাদেশে তিনটি সৌদি কোম্পানি রয়েছে যারা নারী গৃহকর্মীদের প্রাথমিক প্রশিক্ষণ দিয়ে থাকে। বাংলাদেশে ছেলে কর্মীদেরও প্রশিক্ষিত করতে এমন আরো অনেক প্রতিষ্ঠান গড়ে তোলা হবে বলে জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
যে কারনে যুক্তরাজ্য বিএনপির সম্মেলন স্থগিত
বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নির্দেশক্রমে মাত্র এক সপ্তাহের নোটিশে যুক্তরাজ্য বিএনপিরবিস্তারিত পড়ুন
ইউরোপ থেকে অবৈধ বাংলাদেশিদের ফিরিয়ে আনতে বাড়ছে চাপ !
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যভুক্ত বিভিন্ন দেশে অবৈধভাবে থাকা বাংলাদেশিদের ফিরিয়েবিস্তারিত পড়ুন
বাংলাদেশ থেকে তিন হাজার শ্রমিক নেবে সৌদি আরব
চলতি বছরের মধ্যে বাংলাদেশ থেকে বিভিন্ন পেশার প্রায় ৩ হাজারবিস্তারিত পড়ুন