বাংলাদেশ দল নিয়ে যে মন্তব্য করেলন সৌরভ গাঙ্গুলি
ক্রিকেট অ্যাসসিয়েশন অফ বেঙ্গলের প্রধান সৌরভ গাঙ্গুলি, ২০১৫ সাল থেকেই উপমহাদেশের অন্যতম সেরা ক্রিকেট সংগঠক প্রয়াত জাগমোহন ডালমিয়ার জায়গা নিয়ে ক্রিকেটের সাথে সরাসরি যুক্ত হয়েছেন তিনি।
ভারতের সাবেক এই অধিনায়ক ২০০৮ সালের দিকে ব্যাট-প্যাড তুলে রাখলেও ওপার বাংলার ক্রিকেটের সেবায় নিজেকে নিয়জিত রেখেছেন গাঙ্গুলি।
সেই সাথে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ ক্রিকেটের খোঁজ খবরও রাখেন সাবেক এই প্রভাবশালী ক্রিকেটার। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের
প্রেসিডেন্ট নাজমুল হাসানের সাথে আলাপও করছেন বলে জানান তিনি।
যমুনা টিভিকে এমনটাই জানান সৌরভ। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের প্রতি বাড়তি নজর দেয়ার পরামর্শ দেন ভারতের হয়ে ১১৩ টেস্ট খেলা এই সাবেক ক্রিকেটার।
‘আমি আপনাদের প্রেসিডেন্টের সাথে কথা বলেছি। ডোমেস্টিক ক্রিকেটে উন্নতি করার কথা বলেছি। প্লেয়ার তো আসছে।
তাসকিনের মত ভালো কিছু বোলার আসছে। সবসময় তো কথা হয় না তবে দেখা হলে কথা হয়। বাংলাদেশের সাথে সম্পর্ক তো খুব ভালো। ’
কিছুদিন আগেই ভারত সফরে নাম্বার ওয়ান টেস্ট দল ভারতের সাথে পাঁচ দিন লড়াই করেছিল বাংলাদেশ। তাছাড়া টেস্টে বাংলাদেশের সাম্প্রতিক পারফর্মেন্সও নজরে আসার মত।
সব মিলিয়ে সামনের সময় গুলোতে বাংলাদেশের টেস্ট সংখ্যা বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েল গাঙ্গুলি। তিনি বলেন, ‘আইসিসি এফটিপিতে (ফিউচার টুর প্রোগ্রাম) বাংলাদেশের কথা ভেবেছে। কোথায় জানি পড়ছিলাম কিছুদিন আগে, নতুন এফটিপিতে বাংলাদেশের সুবিধা হবে। বাংলাদেশ এখন অনেক উন্নত দল বলেই এমন হচ্ছে। ’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন