‘বাংলাদেশ নামেরও বিরোধিতা করেছিল জামায়াত’
জামায়াতে ইসলামী শুধু দেশের স্বাধীনতার বিরোধিতা করেনি, দলটি বাংলাদেশ নামেরও বিরোধিতা করেছিল বলে মন্তব্য করেছেন দৈনিক প্রথম আলো পত্রিকার যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে ‘দারশা সাম্প্রদায়িক দাঙ্গা-১৯৬২’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ ল’ টাইমস এ মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে।
সাম্প্রদায়িকতার বিষবাষ্প থেকে দেশ মুক্ত করতে শুধু জামায়াত নিষিদ্ধ করলে চলবে না উল্লেখ করে মিজানুর রহমান খান বলেন, ‘জামায়াতবাদকে নিষিদ্ধ করতে হবে। যেন তাদের আদর্শে কোনো দল গড়ে উঠতে না পারে।’
ল’ টাইমসের সম্পাদক অ্যাডভোকেট সমরেন্দ্র নাথ গোস্বামী বলেন, ‘ব্যক্তিস্বার্থে ও রাজনৈতিক ফায়দা লাভের আশায় ধর্মকে ব্যবহার করে ঘৃণা, বিদ্বেষ ও মিথ্যাচার দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করা হয়।’
রাষ্ট্রের আনুকূল্য ছাড়া পৃথিবীর কোথাও সাম্প্রদায়িক হামলা হতে পারে না দাবি করে তিনি বলেন, ‘কৃত্রিম মৌলবাদী এবং উগ্রবাদী দ্বারাই বরাবর এ অঞ্চল আক্রান্ত হয়েছে। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশবাসী একটি সংবিধান পেয়েছিল। কিন্তু সংবিধানে ‘রাষ্ট্র ধর্ম ইসলাম’ এঁটে দিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনায় আঘাত করা হয়েছে।’
দারশা সাম্প্রদায়িক দাঙ্গার বিচার দাবি করে তিনি বলেন, ‘একটি কমিশন গঠন করে দারশা সাম্প্রদায়িক দাঙ্গা’ হত্যাকাণ্ডের শ্বেতপত্র প্রকাশ করতে হবে।’ এর সঙ্গে জড়িত কুশীলবদের মুখোশ উন্মোচনের জন্য সরকারের প্রতি তিনি আহ্বান জানান।
কলামিস্ট কাজী সিরাজ বলেন, ‘কোনো ধর্মই দাঙ্গা, হানাহানি সমর্থন করে না। ইহলৌকিক স্বার্থ হাসিলের জন্য সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো হয়।’ তিনি হিন্দু সম্প্রদায়কে নিজেদের স্বার্থের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বাংলাদেশ ল’টাইমস (বিএলটি) রিসার্চ সেলের প্রধান প্রধান গবেষক ড. সাদিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ্র চন্দ্র প্রামাণিক, বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রিয়া সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন