বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি

স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে দুঃস্বপ্নের মতো তিন ম্যাচের ওয়ানডে সিরিজ কাটানোর পর টাইগাররা এখন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য প্রস্তুত হচ্ছে। আগামীকাল পর্দা ওঠবে দু’দলের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের।
প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে নেপিয়ারে। এরই জন্য ইতোমধ্যে নেপিয়ারে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটাররা। সিরিজের বাকি দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে মাউন্ট মঙ্গানুইয়ের বে-ওভালে যথাক্রমে আগামী ৬ ও ৮ জানুয়ারি।
সফরকারী বাংলাদেশ ও স্বাগতিক কিউইদের মধ্যকার প্রথম ম্যাচটি ৩ জানুয়ারি শুরু হবে স্থানীয় সময় অনুযায়ী সন্ধ্যা সাতটায় যা বাংলাদেশ সময় অনুযায়ী দুপুর ১২ টা। অন্যদিকে সিরিজের বাকি দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে নিউজিল্যান্ড সময় অনুযায়ী বেলা ৩.০০ মিনিটে, বাংলাদেশ সময় অনুযায়ী সকাল ৮.০০ মিনিট।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন