বাংলাদেশ নিয়ে যা বললেন মিসবাহ

পাকিস্তানের অধিনায়ক মিসবাহ উল হক বলেছেন, বাংলাদেশে ইংল্যান্ড খেলবে কি না তা তাদের
ব্যাপার। তবে কোনো দল নিজেদের মাঠে খেলতে না পারলে, সেটা ক্রিকেটের জন্য কল্যাণকর
নয়। বাংলাদেশের মানুষ ক্রিকেটকে ভালোবাসে। তারা এর জন্য পাগল। তারা ক্রিকেট আয়োজন
থেকে বঞ্চিত হলে তা হবে তাদের জন্য একটি বড় ক্ষতি।
রোববার ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ জয়ের মিসবাহ একথা বলেন। ওই জয়ের ফলে ৪
টেস্ট সিরিজটি ২-২-এ সমতার মধ্য দিয়ে শেষ হয়।
মিসবাহ নিজ দেশে পাকিস্তানের খেলতে না পারা প্রসঙ্গে এ কথা বলেন ।
তিনি বলেন, নিজ দেশ থেকে প্রতি দিন অনেক দূরে থাকা, পরিবার, পরিজন, বন্ধুদের ছেড়ে থাকাটা
খুবই কঠিন। এটা মানসিকভাবে কঠিন কাজ।
মিসবাহ বলেন, আমি আমার মাকে দেখি বছরে মাত্র একবার। আমি আমার বোনকে দেখি মাত্র
একবার। আমার অনেক বন্ধুকে আমি দুই তিন বছরেও দেখি না। আমরা সারা বছরই দেশের বাইরে
থাকি।
মিসবাহ বলেন, ২০০৯ সালের পর থেকে নিরাপত্তাগত কারণে তার দলকে দেশের বাইরে টেস্ট
সিরিজ খেলতে হচ্ছে। তারপর থেকেও তারা যে সাফল্য পাচ্ছে, সেটা দারুণ।
তার মতে, পাকিস্তানের সাফল্যের নেপথ্যে রয়েছে আত্মবিশ্বাস। ইংল্যান্ডের কাছে দুটি টেস্টে
পরাজয় সত্ত্বেও তারা ঘুরে দাঁড়িয়েছে।
তিনি বলেন, তার দল যেভাবে খেলেছে, তাতে তিনি খুশি।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন