‘বাংলাদেশ পুলিশ আন্তর্জাতিকভাবে প্রশংসিত’
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, ‘অতি অল্প সময়ের মধ্যে জঙ্গি দমনে যে সাফল্য এসেছে, তা অনেক উন্নত দেশ পারেনি।
এজন্য বাংলাদেশ পুলিশ আন্তর্জাতিকভাবে প্রশংসা কুড়িয়েছে।’ বুধবার ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, ‘পৃথিবীর অনেক উন্নত দেশে জঙ্গি আছে। তারা হামলা করছে। ওইসব দেশে অত্যাধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত ফোর্স আছে। কিন্তু তারা জঙ্গি দমন করতে পারেনি। কিন্তু আমরা অল্প দিনেই জঙ্গিদের আইনের আওতায় এনে তাদের নেটওয়ার্ক দুর্বল করে দিয়েছি। এটা আগামীতেও অব্যাহত থাকবে।’
থানার অফিসার ইনচার্জদের (ওসি) উদ্দেশে আছাদুজ্জামান মিয়া বলেন, ‘পুলিশি সেবার প্রধান ইউনিট হলো থানা। কাজেই থানায় সেবার মান বৃদ্ধি করতে হবে। থানার সেবার মান বৃদ্ধি করা না গেলে সব সাফল্যই ম্লান হয়ে যাবে। স্বচ্ছতা, দায়বদ্ধতা ও জবাবদিহিতার সাথে কাজ করতে হবে।’
থানায় এসে যেন কেউ হয়রানি ও জুলুমের শিকার না হন, সে বিষয়ে ব্যবস্থা নিতে ওসিদের নির্দেশ দেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন