বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সিরিজের দায়িত্বে রাইফেল

স্বাগতিক কিউইদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখন নিউ জিল্যান্ডে অবস্থান করছে। চলতি মাসের ২৬ তারিখ থেকে একদিনের আন্তর্জাতক ম্যাচ দিয়ে দু’দলের মধ্যকার সিরিজ শুরু হবে। ভারত ও ইংল্যান্ডের মুম্বাই টেস্টে বল দিয়ে মাথায় আঘাত প্রাপ্ত আম্পায়ার রাইফেলকে ২৬ ডিসেম্বর বাংলাদেশ ও নিউ জিল্যান্ডের মধ্যকার বক্সিং-ডে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিং করতে দেখা যাবে বলে জানা গেছে।
মুম্বাই টেস্টে আম্পায়ারিং করার সময় ভুবনেশ্বর কুমারের থ্রোতে মাথার পিছন দিকে আঘাত পান ৫০ বছর বয়সী অস্ট্রেলিয়ান আম্পায়ার রাইফেল।
বলের আঘাতের পর বিশ্রামের জন্য মুম্বাই টেস্টের পাশাপাশি ভারত ও ইংল্যান্ডের মধ্যকার শেষ টেস্ট থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন অস্ট্রেলিয়ার হয়ে মাঠ মাতানো সাবেক এ ক্রিকেটার। বর্তমানে তিনি মেলবোর্নে অবস্থিত নিজ বাসায় আছেন। জানা গেছে দ্রুত গতিতে তিনি সেরে উঠছেন। তাই বাংলাদেশ ও নিউ জিল্যান্ডের মধ্যকার প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ দিয়ে আবারো তাঁকে ক্রিকেট মাঠে দেখা যাওয়ার সম্ভাবনা উঁকি দিচ্ছে।
এদিকে মাথার আঘাত থেকে রক্ষা পেতে আম্পায়ারদের হেলমেট মাথায় দেওয়া উচিত এমন মতামতের প্রসঙ্গে আম্পায়ার রাইফেল এক সাক্ষাৎকারে বলেন, “এটা খুব ভারী ও গরম। পাঁচ দিন হেলমেট পরে থাকা অসম্ভব। এটা পরে শব্দ শুনতে পাওয়াও কঠিন।”
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন