বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের যাত্রা শুরু
            
			দেশে বিনিয়োগ বাড়াতে আজ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডা। বেসরকারিকরণ কমিশন ও বিনিয়োগ বোর্ডকে একীভূত করে নব গঠিত এই প্রতিষ্ঠান শুধু বিনিয়োগ নিবন্ধন নয়, এক ছাদের নীচে জমি ও জ্বালানির সংযোগ প্রদানসহ আনুষঙ্গিক সব সেবা দেবে।
এতে ভোগান্তি কমার পাশাপাশি বিনিয়োগের মন্দা কেটে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তবে অর্থনীতিবিদদের মতে বিনিয়োগের প্রতিশ্রুত সুবিধা নিশ্চিত এবং প্রশাসনিক দক্ষতার ওপর নবগঠিত প্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করবে।
কাগজে কলমে এতদিন বিনিয়োগ বোর্ড ওয়ান স্টপ সার্ভিস দেয়ার কথা বললেও বাস্তবে জমি, গ্যাস -বিদ্যুৎ সংযোগ ও পরিবেশ ছাড়পত্রসহ বিনিয়োগ সংশ্লিষ্ট প্রয়োজনীয় সকল সেবার জন্য বিভিন্ন দপ্তরে ধর্না দিতে হতো। এসব জটিলতার কারণে ব্যাংকে অলস অর্থ পড়ে থাকলেও কয়েক বছর ধরে ক্রমশ কমছে দেশী-বিদেশ বিনিয়োগ।
একইভাবে অনেক স্বপ্ন নিয়ে বেসরকারিকরণ কমিশন গঠন করা হলেও তা প্রত্যাশা পূরণ করতে পারেনি। এই প্রেক্ষাপটে বেসরকারিকরণ কমিশন ও বিনিয়োগ বোর্ডকে একীভূত করে গঠিত বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম শুরু হলো।
এদিকে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’ সভাপতির মতে ১২হাজার একর জমিসহ শক্তিশালী ওয়ানস্টপ সেল থাকায় বিডা বিনিয়োগে নতুন গতি আনবে। তবে, যে নীতিমালা ও লক্ষ্য নিয়ে এই প্রতিষ্ঠান গঠন করা হয়েছে সেগুলো বাস্তবায়িত না হলে বিনিয়োগের মন্দা কাটবেনা মত অর্থনীতিবিদের ।
আগারগাঁওয়ে নির্মাণাধীন বিডার নিজস্ব ভবনের কাজ শেষ না হওয়া পর্যন্ত বেসরকারিকরণ কমিশন ও বিনিয়োগ বোর্ডের পুরনো ভবনে কাজ করবেন বিডার কর্মকর্তারা। তবে ডিসেম্বরের মধ্যে নতুন ভবনে পূর্ণাঙ্গ সুযোগ সুবিধা নিয়ে কাজ শুরু করবে বিডা।
এই সংক্রান্ত আরো সংবাদ
	‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন
	৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন
	নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন













