বাংলাদেশ বিশ্ব সূচকে দুই ধাপ এগিয়েছে
বাংলাদেশ প্রতিযোগিতামূলক সূচকে দুই ধাপ এগিয়েছে। মোট ৩ দশমিক ৭৬ পয়েন্ট পেয়ে ১০৯ থেকে ১০৭ এ উঠে এসেছে বাংলাদেশ। আর ৫ দশমিক ৭৬ পয়েন্টে নিয়ে শীর্ষে রয়েছে সুইজারল্যান্ড। ৫ দশমিক ৬৮ ও ৫ দশমিক ৬১ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্র। এর আগেও এ তিনটি দেশ তালিকার শীর্ষে ছিল। সূত্র ব্লুমবার্গ।
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বিশ্বের ১৪০টি দেশের উৎপাদনশীলতার ওপর ভিত্তি করে ২০১৫-২০১৬ সালের জন্য এ তালিকা প্রকাশ করেছে। মোট ১১৩টি বিষয়কে বিবেচনা করে এ সূচক তৈরি করা হয়েছে। প্রতিযোগিতামূলক সূচকে সংশ্লিষ্ট দেশের অবকাঠামো, নতুন রীতি এবং সামস্টিক অর্থনীতির পরিবেশের বিষয়টি অন্তর্ভুক্ত থাকে।
প্রাতিষ্ঠানিক ব্যবস্থা, নীতিসহায়তা এবং যে সব বিষয়গুলোর অর্থনীতির উৎপাদনশীলতার বিষয়টি নির্ধারণ করে এবং যার মাধ্যমে একটি দেশের সম্ভাবনার বিষয়টি সম্পর্কে সম্যক ধারণা তৈরি করা যায় সেটিকে প্রতিযোগিতামূলক হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে।
প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রতিযোগিতামূলক সূচকে সবচেয়ে বড় ধরনের অগ্রগতি হয়েছে নেদারল্যান্ডের। ৫.৫০ পয়েন্ট পেয়ে ৮নং অবস্থান থেকে ৫নং এ উঠে এসেছে ইউরোপের এ দেশটি। তবে বড় ধরনের অবনমন হয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলের। আগের ৫৭নং থেকে ১৮ ধাপ পিছিয়ে তালিকার ৭৫ নম্বরে নেমে এসেছে ব্রিকসভুক্ত এ দেশটি।
তবে ব্রিকসভুক্ত অন্যতম প্রভাবশালী ভারতের বড় ধরনের উত্থান হয়েছে। ৪.৩১ পয়েন্ট পেয়ে ৭১ থেকে ৫৫নং এ উঠে এসেছে আমাদের প্রতিবেশী এ দেশটি। ৩.৪৫ পয়েন্ট পেয়ে তালিকার ১২৬ নম্বরে রয়েছে পাকিস্তান। এর আগে সার্কভুক্ত এ দেশটির অবস্থান ছিল ১২৯ নম্বরে।
সার্কভুক্ত দেশসমূহের মধ্যে পাকিস্তানের অবস্থান সর্বনিম্নে। আমাদের আরেক প্রতিবেশী দেশ মিয়ানমার ৩.৩২ পয়েন্ট পেয়ে তালিকার ১৩১ নম্বরে রয়েছে। এর আগে দেশটির অবস্থান ছিল ১৩৪ নম্বরে। ২.৮৪ পয়েন্ট পেয়ে তালিকার সর্বনিম্নে রয়েছে গায়না।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন