শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বাংলাদেশ বেশি জমি পাবে ছিটমহল বিনিময়ে : প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে ছিটমহল বিনিময় হলে বাংলাদেশ ১০ হাজার ৫০ একর জমি বেশি পাবে। এ ছাড়াও ভারতের সঙ্গে দুই বিলিয়ন মার্কিন ডলার চুক্তির অর্থ বাংলাদেশ যেভাবে চাইবে সেভাবে ব্যয় করতে পারবে। আজ বুধবার সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেছেন।

এস এম মোস্তফা রশিদীর এ সম্পর্কিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ভারতের আইনসভায় সীমান্ত চুক্তি পাস হওয়ায় ৬৮ বছরের সমস্যার সমাধান হয়েছে। এটি আওয়ামী লীগ সরকারের কূটনৈতিক সাফল্য। বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ১১১টি ছিটমহলের আয়তন ১৭ হাজার ১৬০ একর। অন্যদিকে ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ৫১টি ছিটমহলের আয়তন সাত হাজার ১১০ একর। চুক্তি অনুযায়ী যে ছিটমহল যে দেশের অভ্যন্তরে আছে, সেই দেশ ওই ছিটমহলের মালিক হবে। এই বিনিময়ের ফলে ছিটমহলবাসীর মানবিক সমস্যার সমাধান হবে। এ ছাড়া ভারতের সঙ্গে যেসব চুক্তি হয়েছে, তার প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশ লাভবান হবে।

মোস্তফা রশিদীর সম্পূরক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ১৯৭৪ সালের স্থলসীমান্ত চুক্তিকে অনেকে ‘দেশ বেচা’, ‘গোলামির’ ও ‘দাসত্বের চুক্তি’ বলে মানুষকে বিভ্রান্ত করেছিল। তারাই এখন এই চুক্তিকে সাধুবাদ জানাচ্ছে। এটি আসলে এদের রাজনৈতিক চরিত্র।

প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকার ভারতের সঙ্গে পানি বণ্টন চুক্তি করেছে। বিরোধীরা বলেছিলেন, “এই পানিতে মাছ পাওয়া যাবে না। অজুও করা যাবে না। ” তখন আমি বলেছিলাম, আপনাদের নেত্রীকে পানিতে নামান। দেখেন সেখানে কোমর পানি না হাঁটু পানি। আমার এই কথায় তাঁরা ক্ষেপেও গিয়েছিলেন।’

স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘কোনো ধরনের শর্ত ছাড়াই ভারত বাংলাদেশকে দুই বিলিয়ন মার্কিন ডলার ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছে। আমরা আমাদের মতো করে যেভাবে চাই, সেভাবে এই অর্থ ব্যয় করতে পারব। কোনো শর্ত মেনে বাংলাদেশ কিছু নেয় না। আমরা স্বাধীন দেশ, স্বাধীনভাবে কাজ করার সুযোগ রেখেই বন্ধুত্বপূর্ণভাবে এই অর্থ গ্রহণ করা হয়েছে।’

স্বতন্ত্র সাংসদ হাজী সেলিমের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, উপজেলা ও সিটি করপোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। দেশের ইতিহাসে এই প্রথম কোনো ধরনের প্রাণহানি ছাড়া ২০১৫ সালের সিটি করপোরেশন নির্বাচন হয়েছে। সব সিটির নির্বাচনে বিএনপির চেয়ারপারসন নেতা-কর্মীদের নিয়ে তাঁদের প্রার্থীর পক্ষে প্রচার চালিয়েছেন। এ সময় কোনো ধরনের সহিংসতা ঘটেনি। ঢাকার দুই সিটির নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিএনপি পরিকল্পিতভাবে ভোটগ্রহণের দিন মাঝপথে নির্বাচন থেকে সরে দাঁড়ায়। তারা রাজনৈতিক ফায়দা লুটার জন্য এ কাজ করেছে।

জাতীয় পার্টির এম এ হান্নানের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে সরকারি খাতে চার হাজার ৫১৫ মেগাওয়াট ক্ষমতার ১৬টি এবং বেসরকারি খাতে দুই হাজার ২৪৯ মেগাওয়াট ক্ষমতার ১২টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণাধীন আছে। সরকারি খাতে এক হাজার ৬১৬ মেগাওয়াট ক্ষমতার পাঁচটি এবং বেসরকারি খাতে তিন হাজার ১৮৩ মেগাওয়াট ক্ষমতার ১২টি বিদ্যুৎকেন্দ্রের দরপত্র প্রক্রিয়াধীন আছে। এ ছাড়া সরকারি খাতে আরও সাত হাজার ৮৫ মেগাওয়াট ক্ষমতার আটটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা আছে।

তাজুল ইসলামের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীক ব্যবহারের মাধ্যমে করা যায় কি না, সে বিষয়ে আমরা চিন্তাভাবনা করছি। এটি করতে হলে আইন সংশোধন করতে হবে। এ বিষয়ে নির্বাচন কমিশনসহ সবার সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভরিতে এবার ১,৯৯৪ টাকা বাড়লো স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনবিস্তারিত পড়ুন

সংস্কার হলে পেট্রোল-ডিজেলের দাম কত কমানো সম্ভব জানালো সিপিডি

মূল্য নির্ধারণ কাঠামোর সংস্কার হলে লিটার প্রতি পেট্রোলের দাম ১১বিস্তারিত পড়ুন

রাজশাহীতে সমন্বয়ককে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ

রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় এক সমন্বয়ককে হাতুড়িপেটা করার অভিযোগবিস্তারিত পড়ুন

  • ড. ইউনূস: খালেদা জিয়াকে আনতে পেরে আমরা গর্বিত
  • দেশের নতুন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দীন
  • ঢাবি ক্যাম্পাসে প্রথমবারের মতো চালু হচ্ছে শাটল বাস সার্ভিস
  • পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে বন্দুকধারীর গুলি, নিহত ৩৮
  • সায়েন্সল্যাব এলাকা থেকে সিটি কলেজ সরিয়ে নেওয়ার দাবি ঢাকা কলেজের
  • ড. ইউনূস: আমাদের শিক্ষাব্যবস্থা চাকরিপ্রার্থী তৈরি করে, এটি ত্রুটিপূর্ণ
  • আইসিটি অধ্যাদেশ অনুমোদন, ধারণ করা যাবে বিচার প্রক্রিয়ার অডিও-ভিডিও
  • জাবি ক্যাম্পাসে নিষিদ্ধ হলো ব্যাটারিচালিত রিকশা ও মোটরসাইকেল
  • অবসরের চার বছর পর আইজিপি হলেন বাহারুল আলম
  • ধর্ম উপদেষ্টা: ইসলামি বইমেলা হেরার জ্যোতির পথ দেখায়
  • ব্যাংকিং ব্যবস্থার অপব্যবহারে সংকটাপন্ন ব্যাংকগুলোর ক্ষতি ১,৬৬৪ কোটি টাকা
  • আজিমপুরে বাসায় ডাকাতি, মালামালের সঙ্গে দুধের শিশুকেও নিয়ে গেছে ডাকাতরা