‘বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সহযোগিতা ছাড়া টাকা সরানো সম্ভব নয়’
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সহযোগিতা ছাড়া রিজার্ভের টাকা সরানো সম্ভব নয়। দেশের মানুষ এটা বিশ্বাস করবে না যে, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সহযোগিতা ছাড়া রিজার্ভের অর্থ সরানো সম্ভব।
শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে রাজনীতিবিদ মশিয়ূর রহমান যাদু মিয়ার ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুক্ত আলোচনা ও স্মারক সম্মাননা অনুষ্ঠানে তিনি একথা বলেন।
ব্যারিস্টার মওদুদ বলেন, আজকে দেশে কোনো কঠিন রাজনৈতিক কর্মসূচি নেই, তারপরও কেন এতো অস্থিরতা। শিশু হত্যা শুরু হয়েছে, দেশে কী কোনো আইন-শৃঙ্খলা নাই যে এমন হতে পারে?
‘এখন থাবা দিয়েছে সেন্ট্রাল ব্যাংকের (বাংলাদেশ ব্যাংক) ওপর। আমাদের রিজার্ভ থেকে হাজার হাজার কোটি টাকা বাইরে চলে গেছে। এটা কী কেউ বিশ্বাস করবে যে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সহযোগিতা ছাড়া টাকা সরানো সম্ভব হয়েছে, বাংলাদেশের কোনো মানুষ বিশ্বাস করবে না।’
ব্যারিস্টার মওদুদ অভিযোগ করেন, দেশে গণতন্ত্র নাই, যা না থাকলে রাজনৈতিক অঙ্গনে শূন্যতা বিরাজ করে। এই শূন্যতার সুযোগ নিয়ে যারা সন্ত্রাস, মৌলবাদ, জঙ্গিবাদে বিশ্বাস করে তাদের আবির্ভাব হওয়া অবধারিত। আজকে সেটাই দেখতে পাচ্ছি। এটা আওয়ামী লীগ-বিএনপির বা কোনো দলের বিষয় নয়, সমস্ত জাতির সমস্যা, এটা ঐক্যবদ্ধভাবে সমাধান করতে হবে।
অনুষ্ঠানে বিএনপির ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, সাংবাদিক সাদেক খান, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির সভাপতি জেবেল রহমান গাণি প্রমুখ বক্তব্য দেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন